Tap to Read ➤

বলিউডের এই তারকাদের অনেক ভুতুড়ে অভিজ্ঞতা রয়েছে

বরুণ, নওয়াজ, কৃতী, সানি - বলি তারকাদের ভুতুড়ে অভিজ্ঞতা কেমন, জানুন বিস্তারিত...
‘এবিসিডি ২’ ছবির শ্যুটিং সেট থেকে ফিরে বিখ্যাত গায়ক ফ্র্যাঙ্ক সিনাট্রারের প্রিয় হোটেলে ছিলেন বরুণ ধাওয়ান, সেই রাতেই ঘুমের মধ্যে বেশ কিছু আওয়াজ শুনতে পেয়েছিলেন অভিনেতা
ঘুম ভেঙে যেতে তিনি উঠে দেখেছিলেন ঘরের দরজা কাঁপছে এবং নিজে থেকেই দরজা খুলে গেছে
ছোটবেলায় মানালী বেড়াতে যাওয়ার সময় ভুতুড়ে অভিজ্ঞতা হয়েছিল অভিনেতা বরুণ শর্মা’র, গাড়িতে যাওয়ার সময় ড্রাইভারের পাশে বসেছিলেন তিনি
সেইসময় চারিদিক কুয়াশায় ঢাকা ছিল, আর সেই কুয়াশার মধ্যেই গাড়ির সামনে একটা মানুষের মতো চেহারা দেখেছিলেন
একটি পোরো বাড়িতে ‘আত্মা’র শ্যুটিং চলছিল, সেখানে নাওয়াজউদ্দিন সিদ্দিকি সঠিক সময়েই পৌঁছেছিলেন, প্রথম দিন শ্যুটিং-এর সময় সকলেই একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন
কিন্তু, পরে রেকর্ডিং চালালে কোথাও সেই আওয়াজ পাওয়া যায় না, নাওয়াজ এই ছবির একটা দৃশ্যে শ্যুট করার সময়, পিছনে ঝুলতে থাকা একটি ছবি হঠাৎই নিজে থেকেই ক্র্যাক হয়ে যায়
‘গুনহা’ ছবির শ্যুটিং এর জন্য বিপাশা বসু একটি হাভেলিতে ছিলেন, সেখানে কয়েকটি ঘরে কিছুতেই সঠিকভাবে সংলাপ মনে করতে পারছিলেন না তিনি, একটা অস্বস্তি অনুভব করেছিলেন
‘দিলওয়ালে’ শ্যুটিংয়ের সময় কৃতি স্যাননের মেকআপ আর্টিস্ট একটি বডি লোশনের বোতল রেখেছিলেন টেবিলে, কোনও হাওয়া বা কম্পন ছাড়াই সেটি বার বার টেবিল থেকে পরে গেছিল
রাজস্থানে একটি ছবির শুটিং করার পর সানি লিওনি নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করছিলেন, সেই সময় তিনি স্লিপিং প্যারালাইসিসে আক্রান্ত হন
সানি প্রাণপণে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলেন কেউ যেন তাঁকে চেপে ধরে রেখেছে
একটি ছবির শ্যুটিং চলাকালীন রাতে লাইট বয়কে ২০ থেকে ৩০ ফিট উঁচুতে বসে থাকতে দেখেছিলেন অভিনেতা রাজকুমার রাও
তারপর সেই লাইট বয় কিছুক্ষণ বসে থাকার পর পড়ে যায়, দেখে মনে হয়েছিল কেউ যেন তাঁকে ঠেলে ফেলে দিচ্ছে, অথচ, সেখানে লাইট বয় ছাড়া আর কেউ ছিল না
বলিউড অভিনেতা ইমরান হাসমি নাকি একবার বন্ধুদের সঙ্গে মাথেরানের এক হোটেলে ছিলেন, সেখানেই রাতে তাঁরা হঠাৎই তীব্র চিৎকার শুনতে পান
হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির একটি হোটেলে একা থাকাকালীন তাপসি পান্নু কারোর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন, কিন্তু সেখানে সেইসময় আর কেউ ছিল না