Tap to Read ➤

ক্রিকেটার প্রবীণ তাম্বের জীবনের অজানা তথ্য

অসাধ্যকে জয় করার এক অভিনব গল্পের নাম প্রবীণ তাম্বে
মুম্বই ক্লাব-ক্রিকেটের একটি জনপ্রিয় নাম প্রবীণ তাম্বে। যিনি সবচেয়ে বেশি বয়সে আইপিএলএ সুযোগ পান
২০১৩ সালে ৪১ বছর বয়সে 'রাজস্থান রয়েলস'-এর হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেন লেগস্পিনার তাম্বে
২০১৪ সালের আইপিএলএ 'রাজস্থান রয়েলস'-এর হয়ে ১৫টি উইকেট নেন তাম্বে
২০১৫ সালে 'কলকাতা নাইট রাইডার্সর' এর বিরুদ্ধে হ্যাট্রিক করেন তাম্বে
২০১৩ সালে সিএল টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট (৫ ম্যাচে ১২টি) নিয়ে 'গোল্ডেন ট্রফি' পুরষ্কার পান তাম্বে
২০১৬, ২০১৭ সালে 'সানরাইজার্স হায়দ্রাবাদ'-এর টিমে ছিলেন তাম্বে৷ তবে ২০১৭ তে কোন ম্যাচ খেলেননি তিনি
২০১৩/১৪ সালে ৪২ বছর বয়সে মুম্বইয়ের হয়ে রঞ্জিট্রফিতে অংশ নিয়ে নিজের স্বপ্ন পুরণ করেন প্রবীণ তাম্বে
প্রবীণ তাম্বের জীবনী নিয়ে তৈরি হওয়া সিনেমাটি খুবই শীঘ্রই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে৷ যেখানে তাম্বের ভূমিকায় দেখা যাবে শ্রেয়স তলপড়েকে