Tap to Read ➤

বছরে কতবার সূর্যগ্রহণ হয়? সূর্যগ্রহণের নেপথ্যে রয়েছে বিরল ঘটনা

সূর্যগ্রহণ সম্পর্কে এই তথ্যগুলো জানেন কিনা দেখে নিন
পৃথিবী, সূর্য এবং চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় অবস্থান করে তখন পৃথিবী এবং সূর্যের মধ্যে চাঁদ মধ্যিখানে অবস্থান করে।
চাঁদের অবস্থানে সূর্যের আলো পৃথিবীতে পড়ে না উল্টে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে এবং সূর্যগ্রহণ হয়।
বছরে বেশ কয়েকবার সূর্যগ্রহণ হয়ে থাকে। আর এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে একশ্রেণির মানুষ নানা উপায় বা কৌশল অবলম্বন করে।
অপরদিকে কিছু মানুষ কুসংস্কৃতির গেরোতে আটকে আটকে নিয়মকানুন পালনে ব্যাস্ত হয়ে পড়েন।
জ্যোতিষশাস্ত্রে কিন্তু গ্রহণ উল্লেখযোগ্য প্রভাব ফেলে।
অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় সূর্যগ্রহণ হয়ে থাকে। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়
আমরা অনেক সময় ভাবী সূর্যগ্রহণ বিরল একটি প্রক্রিয়া, তা কিন্তু নয়। মহাজগতের অনেক কিছু আমাদেরকে আবাক করলেও, তার মধ্যে থাকে বৈজ্ঞানিক যুক্তি।
নাসার মতে, প্রায় ১৮ মাস অন্তর সূর্যগ্রহণ হয়। অর্থাৎ তিন বছরের দুটো সূর্যগ্রহণ হয়।
যেটা আসলে বিরল, সেটা হল একই স্থান থেকে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখতে পাওয়া। একই জায়গা থেকে সূর্যের পূর্ণ গ্রহণ দেখা যায় গড় হিসাবে প্রতি ৩৭৫ বছরে একবার।
নাসার মতে, ৫০০০ বছরের মধ্যে ২৫ বছরে একই স্থানে পাঁচটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। শেষবার ঘটে  ১৯৩৫ সালে। পরবর্তীতে ২২০৬ সালে আবার বিরল দৃশ্য দেখার সৌভাগ্য মিলবে।
২০২২ সালের দ্বিতীয় আংশিক সূর্যগ্রহণ ২৫ অক্টোবর ঘটতে চলেছে। আসন্ন সূর্যগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জ্যোতিষশাস্ত্রে নানা পর্যালোচনা।