Tap to Read ➤
হৃত্বিক রোশনের এই অজানা তথ্যগুলি চমকে দেবে আপনাকে
গ্রিক গড হৃত্বিক রোশনকে নিয়ে ভক্তরা এই তথ্যগুলি না জানলে এখনই জেনে নিন
জানেন কি হৃত্বিকের আসল পদবী রোশন নয়? হৃত্বিকের পদবী নাগরথ।
বোম্বাইয়ের স্কটিশ স্কুলে পড়াশুনো করেছেন হৃত্বিক৷ পরে সিডহ্যাম কলেজ থেকে বি.কম পড়েন হৃত্বিক৷
একসময় চেইন স্মোকার ধূমপায়ী ছিলেন হৃত্বিক। পরে এনেল কারের বই পড়ে অভ্যাস ছাড়ের হৃত্বিক।
অমিতাভ বচ্চন, ঐশ্বর্যের পর হৃত্বিক পাঁচ নম্বর ভারতীয় যার স্ট্যাচু মাদাম তুসোতে রয়েছে৷
স্কুল-জীবনে হৃত্বিকের ক্রাশ ছিল ডিম্পল নামের এক সিনিয়র।
'আশা' সিনেমায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করে প্রথমবার ১০০ টাকা পেয়েছিলেন হৃত্বিক।
'জিন্দেগি না মিলেগি দোবারা' সিনেমায় সমস্ত অ্যাকশন দৃশ্য হৃতিক নিজে করেছেন৷
সুপারম্যান, হৃত্বিকের ফেভারিট সুপারহিরো। সেখান থেকেই ক্রিশের মতো সিনেমা করার অনুপ্রেরণা পেয়েছেন হৃত্বিক।
ঠাকুমা হৃত্বিককে গুড্ডু বলে ডাকতেন।
শৈশবে তোতলা ছিলেন হৃত্বিক। তবে সিনেমায় আসার আগেই এই সমস্যা কাটিয়ে উঠেছিলেন তিনি৷