Tap to Read ➤

‌ভুল করেও দইয়ের সঙ্গে খাবেন না এই সাতটি খাবার, হতে পারে বিপদ

আয়ুর্বেদে দইকে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু দই খাওয়ার সময় কিছু জিনিস মাথা রাখতে হবে।
গরমের সময় এমন কিছু খাবার খাওয়া উচিত যেগুলি ঠাণ্ডা প্রকৃতির। যার মধ্যে দই অন্যতম।
দই ত্বকের জন্য খুব ভালো। এছাড়া এতে থাকা জীবাণু পাচনতন্ত্রকে মজবুত করে। দইতে ক্যালসিয়াম ও ল্যাকটিক অ্যাসিডও রয়েছে।
কিন্তু কিছু জিনিসের সঙ্গে দইকে খেলে এটা আপনার শরীরে উল্টো প্রতিক্রিয়া দেখাবে। তাই কখনও দইয়ের সঙ্গে এই জিনিসগুলি খাবেন না।
দুধ থেকে দই হলেও কখনও দুধ–দই একসঙ্গে খাবেন না।
দই ও আম একসঙ্গে খাবেন না। এতে শরীরে টক্সিন তৈরি হয়। দই ও আম খাওয়াম মধ্যে ১ ঘণ্টার বিরতি রাখা প্রয়োজন
দুধ–কলা একসঙ্গে খাওয়া গেলেও দই ও কলা একসঙ্গে খাওয়া উচিত নয়। এতে শরীরের প্রভূত ক্ষতি হয়।
দই ও চিকেন শরীরের জন্য উপকারী। কিন্তু এই দুই খাবার একসঙ্গে খেলে উপকারের বদলে অপকার হবে কারণ দই ঠাণ্ডা ও চিকেন গরম।
মাছ ও দই একসঙ্গে খাওয়ার অর্থ হল লিউকোডার্মা নামক রোগের ঝুঁকি বাড়ানো। এই রোগে ব্যক্তির মুখে সাদা সাদা ছোপ দেখা যায়।
দই ও টক জাতীয় ফলে আলাদা আলাদা অ্যাঞ্জাইম পাওয়া যায়। তাই কখনও দইয়ের সঙ্গে টক ফল খাওয়া উচিত নয়।
দইয়ের সঙ্গে অনেকেই আমরা পরোটা খেতে ভালোবাসি। কিন্তু এটা খাওয়া মোটেও ঠিক নয়। এতে শরীরে বাজে প্রভাব দেখা দেয়, পাচনতন্ত্র ঠিকমতো কাজ করে না।