Tap to Read ➤

এই দক্ষিণ ভারতীয় তারকারা ইসলাম ধর্ম আপন করেছেন

এআর রহমান ছাড়া আর কে কে আছেন এই তালিকায়, জানেন কি
এ.আর. রহমান, পূর্বে দিলীপ কুমার নামে পরিচিত ছিলেন। সুরের জগতে তাঁর প্রতিভা এবং তাঁর জাদুকরী কণ্ঠ দিয়ে সঙ্গীত শিল্পের চেহারা বদলে দিয়েছেন
এ.আর. রহমান-এর মা একজন সুফি ছিলেন, কিন্তু পরবর্তীতে এ.আর. রহমান ইসলাম ধর্ম গ্রহণ করেন
এ.আর. রহমান-এর বোন যখন অসুস্থ হয়ে পড়েছিল, সেইসময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি
আল্লাহর কাছে তিনি প্রার্থনা করার পরই সুস্থ হয়ে ওঠে তাঁর বোন। তাই, তিনি ১৯৮৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাঁর নাম পরিবর্তন করে আল্লা-রাখা রহমান রাখেন
যুবান শঙ্কর রাজা কয়েক মাস আগে টুইটারে প্রকাশ করেছিলেন যে, তিনি ইসলামে বিশ্বাস খুঁজে পেয়েছেন
যুবান শঙ্কর রাজা তাঁর মা মারা যাওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়। তবে এখনও নাম পরিবর্তন করেননি তিনি
মণিকা, একজন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী। তিনি ২০১৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন
যদিও মণিকা এখনও এই ধর্ম পরিবর্তনের সঠিক কারণ প্রকাশ করেননি। তাঁর নাম পরিবর্তন করে রাখা হয়েছে এমজি রেহিমা

 Kalyan

Credits
Instagram, instagram, filmibeat