Tap to Read ➤

কীভাবে পরিণতি পেল সোনু ও সোনালির ভালোবাসা?

সোনু ও সোনালি কীভাবে একে অপরের প্রেমে পড়লেন জানেন কি?
সোনু সুদ বলিউডে কম পরিচিত হলেও তাঁর প্রেমকাহিনী মন ছুঁয়ে যাওয়ার মতো। জেনে নেওয়া যাক সোনু সুদ ও তাঁর স্ত্রী সোনালির সেই প্রেমকাহিনী।
সোনু এবং সোনালি দু’জনেই নাগপুরের যশবন্ত চাভান কলেজে অফ ইঞ্জিনিয়ারিং-এ পড়তেন। এই কলেজেই তাঁদের প্রথম দেখা হয়েছিল।
কলেজ জীবন থেকেই একে অপরের প্রেমে পড়েছিলেন সোনু ও সোনালি। সোনুই ছিলেন সোনালির প্রথম প্রেম। অবশেষে ২৫ অক্টোবর, ১৯৯৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনু ও সোনালি।
বিয়ের পর সোনু সুদের অভিনয় জীবনের জন্য দম্পতি মুম্বই চলে যান। সেইসময় তাঁরা আরও তিনজনের সঙ্গে ১ বিএইচকে ফ্ল্যাটে থাকতেন।
ছোট একটা বাড়িতে এতজন মিলে থাকলে সেটা কখনওই আরামদায়ক হয় না। কিন্তু এ নিয়ে সোনালির কোনও দিনই কোনও অভিযোগ ছিল না। বরং সোনুকে সমর্থন করেছিলেন সোনালি।
সবসময় সব অনুষ্ঠানে সোনালি ও সোনুকে একসঙ্গে দেখা যায়। এতেই বোঝা যায় যে তাঁদের সম্পর্ক ঠিক কতটা গাঢ় এবং দৃঢ়।
সোনু ও সোনালি দুই সন্তানের বাবা-মা। দম্পতির দুই সন্তানের নাম ঈশান ও আয়ান। যদিও সোনুর পারিবারিক ছবি খুব কমই প্রকাশ্যে এসেছে।
গতবছর সোনালির জন্মদিনে সোনু ইনস্টাগ্রামে একটি প্রেমময় বার্তা পোস্ট করেছিলেন। সোনালিকে তাঁর জীবনে আসার জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, ‘ তুমি শক্তির স্তম্ভ, আমার সেরা বন্ধু, একজন শ্রোতা এবং এক অনুপ্রেরণা।’

 Autri Sengupta

Credits
Instagram, instagram