Tap to Read ➤

ঘুমানোর প্যাটার্ন আপনার সম্পর্কে বলে দিতে পারে অনেককিছু

আপনি কী ভঙ্গিতে ঘুমান তা আপনার সম্পর্কে অনেককিছু বলে দিতে পারে
Autri Sengupta
তবে কারও ঘুমের অবস্থান সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে
সাধারণভাবে কুঁচকে কেউই যদি ঘুমোন, তাহলে নিরাপত্তা বোধের অভাব। যেটা হয়ে থাকে মায়ের গর্ভে থাকার সময়
ওউপুর হয়ে পেট চেপে ঘুমোলে আপনার ব্যক্তিত্ব খিটখিটে
কেউ যদি হাত পা প্রসারিত করে ঘুমোন, তাহলে আপনি সহজ ও সামাজিক
যারা পিঠে ঘুমোয় অর্থাৎ পিঠ বিছানার ওপরে থাকে, তাহলে তিনি সংরক্ষিত, শান্ত এবং নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে
কেই যদি তার হাতকে মাথার নিচে রেখে ঘুমোন, তাহলে তিনি প্রফুল্ল, খুশি ও দায়িত্বশীল
যাঁরা বালিশের চারপাশে হাত দিয়ে পেট বিছানার ওপরে রেখে ঘুমোন, তাঁরা সাহসী। তবে সমালোচনা নিতে পারেন না। এটিকে ফ্রিফ্যালার পজিশন বলা হয়
যাঁরা বালিশ জড়িয়ে ধরে ঘুমনোর সময় বিভিন্ন সম্পর্ক অনুভব করেন, তাঁরা ব্যক্তিগত বন্ধন লালন পালন করেন
যদি কেউ তাঁর পাশ বারে বারে পরিবর্তন করেন, তাহলে তিনি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। এসব ক্ষেত্রে উদ্বেগ ও মানসিক চাপ কমাতে হবে