Tap to Read ➤

কোন বলিউড তারকার বাড়ির তৈরি কোন খাবার প্রিয়, দেখে নিন

শাহরুখ-সলমন থেকে দীপিকা-করিনা, বলি সেলেবসদের পছন্দের ঘরের খাবার কোনটি?
বলিউড তারকাদের পছন্দ বাড়ির তৈরি এই খাবারগুলি
এক প্লেট ডাল এবং ভাত আর তার পাশে কিছু পেঁয়াজ, ব্যস এটাই শাহরুখ খানের প্রিয় এবং আরামদায়ক ‘ঘর কা খানা’
দীপিকা পাড়ুকোণের আরামদায়ক খাবার হল ঘরের তৈরি দক্ষিণ ভারতীয় খাবার, বিশেষ করে রসম-ভাত
রণবীর সিং কোথাও ভাতের সঙ্গে সিন্ধি কারি, পাশে বোঁদে আর আরবি টুক খেলে তাঁর বাড়ির কথা মনে পড়ে, ছোটবেলায় তাঁর খাবারের স্মৃতি হল তাঁর দিদার তৈরি বেসনের লাড্ডু
কার্তিক আরিয়ান তাঁর মায়ের হাতের খাবারই বেশি পছন্দ করেন, বাড়ির তৈরি গোলাপজাম, গাজরের হালুয়া, সিন্ধি কারি, ছোলে ভটুরে, পাও ভাজির মতো খাবার বেশি পছন্দ করেন অভিনেতা
করিনা কাপুর বাড়ির তৈরি খাবারের বিশাল বড় ফ্যান, বিরিয়ানি থেকে পরোটা সবই খান বাড়ির তৈরি, এছাড়াও তিনি বাড়ির তৈরি হালুয়া খেতে খুব পছন্দ করেন
মায়ের হাতে তৈরি বিরিয়ানি সলমন খানের সবচেয়ে প্রিয় খাবার
প্রিয়াঙ্কা চোপড়া বাড়ির তৈরি ডাল, রুটি এবং সবজি খেতে পছন্দ করেন
ভিকি কৌশল বাড়ির তৈরি আলুর পরোটা আর তার উপরে এক চামচ মাখন লাগিয়ে খেতে বেশি পছন্দ করেন
অনুষ্কা শর্মা তাঁর মায়ের হাতে তৈরি মোমো, বিরিয়ানি, খিচুড়ি, কারি খেতে ভালোবাসেন
সিদ্ধার্থ মালহোত্রা তাঁর মায়ের হাতে তৈরি বাড়ির খাবার আচারি মটন এবং মটন বিরিয়ানি খেতে খুবই ভালোবাসেন