Tap to Read ➤

‌শাহরুখ থেকে সলমন, বলিউড সুপারস্টারদের আসন্ন বড় ছবি কী কী

শাহরুখ খান, সলমন খান, হৃত্ত্বিক রোশন, আমির খান, প্রভাস সহ এই সুপারস্টারদের আসন্ন বড় কোন সিনেমাগুলি আসতে চলেছে
দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক শাহরুখের। এখন তাঁর ঝুলিতে রয়েছে পাঠান, রাজকুমার হিরানির ডাঙ্কি ও অ্যাটলির পরবর্তী সিনেমা।
বলিউডের আর এক সুপারস্টার সলমন খানের দু’‌টি বড় সিনেমা আসতে চলেছে, টাইগার থ্রি ও কভি ইদ কভি দিওয়ালি।
ওয়ার–এর পর বিক্রম বেদা–তে দেখা যাবে হৃত্ত্বিক রোশনকে। বিক্রম বেদাও ততধিক হিট হবে বক্সঅফিসে।
প্রভাসের আসন্ন ছবি আদিপুরুষ ও সালার, যেখানে পুরনো প্রভাস ম্যাজিক দেখতে পাবেন দর্শকরা
করিনা কাপুরের সঙ্গে আমির খানের পরবর্তী ছবি লাল সিং চাড্ডা দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় রয়েছে
পুরি জগন্নাধের পরিচালনায় লিগার–এর মাধ্যমে বলিউডে পা দিতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা। এই সিনেমায় মাইক টাইসনকে দেখা যাবে।
রণবীর সিংয়ের ঝুলিতে রয়েছে জয়েশভাই জোয়ারদার, সার্কাস ও রকি অউর রানী কি প্রেম কাহানি
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের পৃথ্বীরাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।
অজয় দেবগণকে দেখা যাবে রানওয়ে ৩৪, ময়দান ও থ্যাঙ্ক গড সিনেমায়
সদ্য বিয়ে করেছেন রণবীর কাপুর। তাঁর আসন্ন সিনেমা ব্রহ্মাস্ত্র ও শামসেরা।