Tap to Read ➤

রূপকথার চেয়ে কম নয় রোহিত ও রীতিকার প্রেম কাহিনি

ময়দানের হিটম্যান রোহিত শর্মা বাস্তবে কতটা রোম্যান্টিক জানেন কি?
এই মুহূর্তে ভারতের জাতীয় ক্রিকেট দলের স্কিপার রোহিত শর্মার ব্যক্তিগত জীবনও বেশ চর্চার মধ্যে থাকে

 ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
ক্রিকেট ম্যাচের মতই রোহিত শর্মা এবং তাঁর স্ত্রী রীতিকা সচদেহর প্রেম কাহিনীও টানটান উত্তেজনায় ভরপুর ছিল

 ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
স্পোর্টস ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করার সময় থেকে সম্পর্কের সূচনা হয় রোহিত শর্মা ও রীতিকা সচদেহর

 ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
বিয়ের আগে রোহিতের স্পোর্টস ম্যানেজার হিসেবে কাজ করেছেন রীতিকা

 ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
বিবাহের আগে ৬ বছর কোর্টশিপ করেছিলেন রোহিত শর্মা ও তাঁর তৎকালীন প্রেমিকা তথা বর্তমান স্ত্রী রীতিকা

 ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
ছয় বছর একসঙ্গে সময় কাটানোর পর ২০১৫ সালে রীতিকাকে বিবাহের প্রস্তাব দেন রোহিত

 ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
২০১৫ সালের ১৩ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোহিত শর্মা ও রীতিকা সচদেহ, এর আগে সেই বছরেই জুন মাসে এনগেজমেন্ট হয় দুজনের

 ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম
২০১৮ সালে জন্ম নেয় রোহিত ও রীতিকার কন্যা সন্তান সামাইরা, সব বিতর্ক কাটিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সুখে ঘর করছেন ক্রিকেটার রোহিত শর্মা

 ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম