Tap to Read ➤

মায়ের জন্য প্রেম টেকেনি বলিউডের এই তারকা জুটিদের

রণবীর, রানি, গোবিন্দা, অভিষেক ছাড়া আর কে আছেন মায়ের জন্য প্রেম ভাঙার এই তালিকায় জানেন কি?

'হদ করদি আপনে'-র সেটে রানি মুখোপাধ্যায় ও গোবিন্দার প্রেম শুরু হয়েছিল

এঁর আগেই সুনিতার সঙ্গে বিবাহিত ছিলেন গোবিন্দা। তবে রানী-গোবিন্দা সম্পর্কে সবচেয়ে বড় বাধা ছিলেন রানীর মা কৃষ্ণা।

দিদির বিয়েতে করিশ্মা কাপুরের সঙ্গে প্রথম দেখা হয়েছিল অভিষেক বচ্চনের। পরে তাঁরা ডেট শুরু করেন।

অভিষেকের পরিবার দু'জনের এনগেজমেন্ট-ও ঘোষণা করেছিল। করিশ্মা-র মা ববিতা কাপুরের অসম্মতিতে এই সম্পর্ক পরিনতি পায়নি৷
'জব উই মিট' সিনেমার পরই অনেকে ভেবে নিয়েছিলেন বিয়ে করতে চলেছেন করিনা কাপুর ও শাহিদ কাপুর।
করিনা-শাহিদের প্রেমেও শেষমেশ বাধা হন মা ববিতা কাপুর ও দিদি করিশ্মা! পরে সইফকে বিয়ে করেন করিনা৷
'আজব প্রেম কি গজব কহানি'-র পর থেকেই একে অপরের প্রেমে পড়েন রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।

বলিউডে গুঞ্জন, রনবীর-ক্যাটের ৬ বছরের প্রেম ভাঙার অন্যতম কারণ হলেন নীতু কাপুর।