Tap to Read ➤

মশা তাড়াতে বাড়িতে লাগান এই গাছগুলি

বাড়িতে লাগান লেমন বাম গাছ
paramita das
বর্তমানে ডেঙ্গু আতঙ্কে ভুগছে পুরো দেশ। ডেঙ্গুর হাত থেকে মুক্তি পেতে আজই বাড়িতে লাগান এই গাছগুলি। এই গাছগুলি মশা তাড়াতে সহায়ক।

মশা তাড়াতে বাড়িতে লাগান রোজমেরি গাছ। ভেষজ উদ্ভিদের মধ্যে এই গাছ একটি। এটি সুন্দরেরও প্রতীক।

ল্যাভেন্ডার গাছ মশা তাড়াতেও সক্ষম। তাছাড়া এই গাছের একটি সুন্দর গন্ধ আছে।
পুদিনা পাতার গন্ধ মশা দূর করে। তাছাড়াও এই পাতার নানান ভেষজ গুন আছে।
যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে মশা থাকে না। তাছাড়া এই গাছের পাতা খেলে অনেক রোগ ভালো হয়ে যায়।
মশা তাড়াতে বাড়িতে লাগান গাঁদা গাছ। কারণ এই গাছে রয়েছে পাইরেথ্রাম। তাছাড়া এই ফুল দেবতাকে নিবেদনও করা যায়।
বেসিল গাছ বাড়িতে লাগানো খুব ভালো। কারণ এই গাছের গন্ধে মশা পালিয়ে যায়।
লেমন বাম নামের এই গাছটি বাড়িতে লাগালে মশা থাকে না। তাছাড়া বিষাক্ত পোকামাকড়ও চলে যায়।