ঘূর্ণিঝড় অশনির পর ঠিক কী পরিস্থিতি বাংলায়, দক্ষিণবঙ্গে কী অবস্থা
অশনির পর উঁকি দিচ্ছে আর এক ঘূর্ণিঝড়!
পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে নিজের পথে।
মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া থেকে এর অবস্থান ছিল ২১০ কিমি, দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৩১০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, ওড়িশার গোপালপুর এবং পুরী থেকে যথাক্রমে ৫৩০ ও ৬৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে
১১ মে সকালে অতিপ্রবল ঘূর্ণিঝড় থেকে তা ঘূর্ণিঝড়ে এবং ১২ মে সকালে তা গভীর নিম্নচাপে পরিণত হয়।
১২ মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-ৃসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে
আপাতত কলকাতার আকাশ থাকবে মেঘলা। বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
আগামী কিছুদিনে পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। নতুন করে এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে চলেছে বলেও এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।