Tap to Read ➤

এই টলিউড অভিনেত্রীরা এখনও সিঙ্গল রয়েছেন?‌

টলিউডে  সিঙ্গলদের ভিড়ও কম নয়। কেউ এখনও কাউকে পাননি আবার কারোর দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে তাঁরা এখন সিঙ্গলদের তালিকায়। আসুন জেনে নেওয়া যাক তাঁরা কারা।
একসময়ে পরিচালক অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সেই সম্পর্ক বিচ্ছেদ হলেও তারপর থেকে সিঙ্গল মধুমিতা সরকার।
রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পর এখনও সিঙ্গল রয়েছেন অভিনেত্রী–সাংসদ মিমি চক্রবর্তী। তবে মনের মানুষ পেলে তিনি বিয়ে করতে প্রস্তুত
অভিনেত্রী রাইমা সেনও এখনও সিঙ্গল। সাফল্য, সৌন্দর্য থাকলেও একা থাকাই পছন্দ করেছেন তিনি
অভিনেত্রী সায়ন্তিকার একটা সম্পর্ক থাকলেও তা ভাঙার পর হ্যাপিলি সিঙ্গল তিনি। শরীরচর্চা ও তৃণমূলের কাজ নিয়েই এখন ব্যস্ত রয়েছেন।
টলিউডের দাপুটে এই অভিনেত্রীর সঙ্গে বেশ কয়েকবার নামী পরিচালকদের নাম জড়িয়েছে। তবুও এখন‌ও পার্ণো মিত্র নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গেল’ বলেই দাবি করেন
সাহসী অভিনেত্রী তথা প্রযোজক এনা সাহা নিজেকে সিঙ্গল বললেও তিনি যে সম্পর্কে রয়েছেন তা কানাঘুঁষো শোনা যায় টলি পাড়ায়
জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহাও নাকি সিঙ্গল। যদিও তাঁর নাম জড়িয়েছিল এক বিবাহিত অভিনেতার সঙ্গে।
একাধিক বিয়ের পর এখন সত্যিই সিঙ্গল রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। তিনি আবার কবে বিয়ে করছেন তাকিয়ে তাঁর ভক্তরা
এই তালিকায় সদ্য যোগ হয়েছে সোহিনী সরকারের। প্রেমিক রণজয় বিষ্ণুর সঙ্গে তিনবছরের সম্পর্কে ভাঙন ধরায় এখন সিঙ্গল জীবন যাপন করছেন অভিনেত্রী