বলিউডে সুখী দম্পতির মধ্যে অন্যতম হলেন সঞ্জয় দত্ত এবং মান্যতা দত্ত। দুই সন্তান নিয়ে সুখের সংসার তাদের। জানুন তাঁদের প্রেম কাহিনি কেমন ছিল?
মান্যতার আসল নাম দিলনওয়াজ শেখ। মুম্বাইয়ে মুসলিম পরিবারে জন্ম তার। আইটেম ডান্স দিয়ে বলিউডে জার্নি। মান্যতার সঙ্গে আলাপের আগে জুনিয়র আর্টিস্ট নাদিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন সঞ্জয়। আর নাদিয়া ছিলেন সঞ্জয় ও মান্যতার বন্ধু। নাদিয়ার মাধ্যমে সঞ্জয় মান্যতার সাক্ষাৎ।
প্রথম মুলাকাতের পরেই মনে ধরে দুজনের দুজনকে। এরপর ধীরে ধীরে সম্পর্ক গড়তে শুরু করে। তারপর টানা দুবছর প্রেম চলে।
প্রথমে বেশ লুকাছুপির মধ্য দিয়ে সঞ্জয় মান্যতা দুজনে ডেট করছিলেন। ২০০৭ সালে একটি অ্যাওয়ার্ড শো-র মাধ্যমে তাদের ভালোবাসাকে প্রকাশ্যে আনেন এই জুটি।
বিয়ের পর থেকে শুধু ভালো সময় নয়, সমস্ত কঠিন সময়েও সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছেন মান্যতা দত্ত। হাল ধরেছেন শক্ত হাতে।
তিনবার বিয়ে করেছেন সঞ্জু। তবে তার জীবনে তৃতীয়া স্ত্রী, মান্যতা আসার পর বদলে যায় সঞ্জয়ের জীবন। পরিবারের আপত্তি সত্ত্বেও ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়।
২০১০ সালের ২১ অক্টোবর যমজ সন্তানের জন্ম দেন মান্যতা। নাম রাখেন শাহরান ও ইকরা।
২০১৩ সালে সঞ্জয় দত্ত যখন জেলে গেলেন, তখনও তাঁর পাশেই ছিলেন মান্যতা । জানা যায়, জেলে থাকাকালীন স্ত্রীকে প্রতিদিন চিঠি লিখতেন মুন্নাভাই।
রাজকুমার হিরানির সঞ্জু বায়োপিকের কাহিনি বিন্যাসে তুলে ধরা হয় সঞ্জয় মান্যতার প্রেমকে। তাদের গল্পও কিন্তু নজর কেড়ছে দর্শকের।
২০২১ সালে সঞ্জয় দত্তের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর মেলে। তখনও সঞ্জয়ের দেখভাল,চিকিৎসা সব দায়িত্ব একাহাতে সামলেছেন মান্যতা দত্ত। স্বামীকে সংবাদমাধ্যমের কাছে 'লড়াকু' বলে অভিহিত করেন সঞ্জয়ের মান্যতা।