দিল্লিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশপাশে, ছয় দিনে পারদ ৪-৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ধূলোর ঝড়ের সম্ভাবনায় হলুদ সতর্কতা আবহাওয়া দফতরের
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ৪ ও ৫ মে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ হতে পারে মধ্য মহারাষ্ট্রে, ৫-৮ মে বিদর্ভে, ৬-৮ মের মধ্যে পশ্চিম রাজস্থান, মধ্যপ্রদেশে, ৭ ও ৮ মে উত্তর পশ্চিম উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানে।
দেশের পশ্চিম থেকে পূর্ব, পঞ্জাব থেকে মনিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে আগামী ২ দিন ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।
ধূলোর ঝড়, বজ্রবিদ্যুৎ কিংবা ঝোড়ো হাওয়া বহয়ে যেতে পারে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, পশ্চিম রাজস্থানে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৫ ও ৬ মে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল ও তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী ৫ দিন পুরো এলাকা জুড়ে বজ্রঝড় কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিহার-ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ-সিকিম-ওড়িশায় আগামী ৪ দিন ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ওড়িশায় বজ্রপাত-সহ কালবৈশাখী হতে পারে। ঝড় হতে পারে ৫০-৬০ কিমি বেগে।
দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ৬ মের মধ্যে যা নিম্নচাপের রূপ নিতে পারে ওই এলাকাতেই। তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘন্টায় তা আরও শক্তি বাড়াবে