Tap to Read ➤

‌পাহাড়ে প্রথমবার?‌ তবে ঘুরে আসতে পারেন উত্তর ভারতে এই হিল স্টেশনগুলিতে

প্যাঁচপ্যাচে গরম থেকে বাঁচতে যেতে হবে পাহাড়ের কোলে। আপনি যদি প্রথমবার পাহাড়ে যেতে চান তবে উত্তর ভারতের এই হিল স্টেশনগুলিতে ঘুরে আসতে পারেন।
‘‌কুইন অফ হিলস’‌ নামে খ্যাত উত্তরাখণ্ডের মুসৌরি গেলে আপনার মন ভালো হয়ে যাবে। পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য্য ও স্থানীয় খাবার আপনাকে মুগ্ধ করবে
হিমাচল প্রদেশের ডালহৌসি ছুটি কাটানোর জন্য একেবারে উপযুক্ত। দারুণ আবহাওয়া ও ব্রিটিশ যুগের সৃষ্টি আপনাকে এইখানে আটকে রাখার জন্য যথেষ্ট
কাশ্মীরের গুলমার্গে গেলে দ্বিধায় পড়ে যাবেন এটা গুলমার্গ নাকি সুইজারল্যান্ডের বরফে ঢাকা কোনও শহর। এর নৈর্সগিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করার নয়।
মুসৌরি থেকে কিছুটা দূরে কানাতলে সময় কাটালে আপনার বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। প্রাকৃতিক সৌন্দর্য্য অপূর্ব।
লেহ হিল স্টেশনের বরফে ঢাকা পাহাড়, বৌদ্ধ মন্দির ও এখানকার স্থানীয় মার্কেট দেখলে আপনার চোখ জুড়াতে বাধ্য
বরফ, জলপ্রপাত, ঠাণ্ডা বাতাস, মনোরম পরিবেশ সবকিছুই পেয়ে যাবে হিমাচল প্রদেশের এই সোলানে।
কাশ্মীরের আরও একটি অসাধারণ সুন্দর জায়গা হল সোনমার্গ। পাহাড়ে ঘেরা এই হিল স্টেশন আপনাকে মনে করিয়ে দেবে স্বর্গ হয়তো এখানেই
হিমাচল প্রদেশের লুকিয়ে থাকা হিল স্টেশনগুলির মধ্যে অন্যতম সোঝা, যেখানে গেলে ফিরতে মন চাইবে না।
হিমালয়ের পাহাড় নন্দা দেবী, ত্রিশূল ও পঞ্চচুলি দেখার ইচ্ছা থাকলে অবশ্যই যেতে পারেন উত্তরাখণ্ডের কৌশানিতে।