বেশি পারিশ্রমিক চাওয়ায় বিখ্যাত ছবি হাতছাড়া হয়েছে কোন কোন বলি তারকাদের
করিনা থেকে মাধুরী - দেখুন তাঁরা কারা রয়েছেন এই তালিকায়
বলিউডের অনেক নায়িকারাই বিখ্যাত সিনেমার অফার ফিরিয়ে দিয়েছেন।
উচ্চ পারিশ্রমিকের জন্য অনেক বলি ডিভাই অনেক সফল সিনেমা হাতছাড়া করেছেন।
করিনা কাপুর খান করণ জোহরের ‘কাল হো না হো’ সিনেমা রিজেক্ট করেছিলেন উচ্চ পারিশ্রমিকের জন্য।
‘কিক’ সিনেমা প্রত্যাখান করেছিলেন সোনাক্ষী সিনহা। তিনি দ্বিগুণ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন বলেই শোনা যায়।
বলি ডিভা মাধুরী 'আজা নাচলে' দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করেছিলেন। তাঁর আগে তিনি অনেক ছবি প্রত্যাখান করেছিলেন, কারণ প্রতি ছবির জন্য তিনি ৫ কোটি টাকা চাইতেন।
'বাহুবলী' ছবিতে 'রানি শিবগামী'র চরিত্রে অভিনয় রিজেক্ট করেছিলেন শ্রীদেবী। কারণ তিনি পারিশ্রমিক চেয়েছিলেন ৬ কোটি টাকা।
যদিও এই সিনেমাগুলি পরে দর্শকদের মন কেড়েছিল এবং হিটও হয়েছিল।