Tap to Read ➤

ডিজিটাল লেনদেনে 'ইতিহাস' ভারতে!

একটা মহামারীই বদলে দিয়েছে মানুষের অভ্যাস। যার মধ্যে গুরুত্বপূর্ণ ডিজিটাল লেনদেন
করোনা মহামারীর কারণে UPI - লেনদেন মানুষের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে
ডিজিটালে ইতিহাস
শুধুমাত্র মেট্রো শহরেই নয়, গ্রাম কিংবা প্রত্যন্ত এলাকাতেও ডিজিটাল লেনদেন সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে
আর এর ফল! 2021-22 অর্থবছরে UPI-এর মাধ্যমে লেনদেন ভ্যালু ৮৩ লাখ কোটির বেশি হয়ে গিয়েছে।
গত দু'বছরে UPI-এর মাধ্যমে লেনদেন ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে। যার প্রভাব এই 'ইতিহাস'
NPCI-২৯ মার্চ পর্যন্ত এই সংক্রান্ত রিপোর্ট সামনে এনেছে।
মার্চ মাসে প্রথমবারের জন্যে ৫০০ কোটি ভ্যালু পার হয়ে যায় UPI পেমেন্ট সিস্টেমে।

মার্চ মাসের শেষে অর্থাৎ ২৯ তারিখ পর্যন্ত ৫০৪ কোটির লেনদেন হয়েছে। এমনটাই তথ্য সামনে এসেছে।