প্রথম স্ত্রীকে তলাক দিয়ে ১৯৯৬ সালে সঙ্গীতাকে বিয়ে করেন আজহার৷ তবে শেষমেশ এই বিয়েও টেকেনি৷ ২০১৪ তে বিবাহবিচ্ছেদ হয় এই জুটির
অভিনেত্রী নীনা গুপ্তা এবং ওয়েস্টিইন্ডিজের কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসের প্রেমের সম্পর্ক অনেদূর গড়িয়েছিল৷ বিয়ে না হলেও তাঁদের একটি সন্তান রয়েছে, মাসাবা গুপ্তা
অভিনেত্রী ইশা সর্বানী এবং ভারতীয় পেসার জাহির খানের প্রেমের সম্পর্ক ছিল ৮ বছরের। এনগেজমেন্ট হওয়ার পরও তাঁরা বিয়ে করেননি শেষমেশ
যুবরাজ সিং ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে অনেকদিন গুঞ্জন চলেছিল বলিউডে। যদিও শেষমেশ সে সম্পর্ক টেকেনি
অভিনেত্রী তমন্না ভাটিয়া ও ক্রিকেটার বিরাট কোহলির প্রেমও একসময় চর্চায় ছিল। একটি বিজ্ঞাপনের শ্যুটে গিয়ে দু'জনের পরিচয় হয়৷ শেষমেশ সে সম্পর্ক টেকেনি৷ পরে অভিনেত্রী অনুষ্কাকে শর্মাকে বিয়ে করেন বিরাট
প্রাকন্ত পাক ক্রিকেটার (বর্তমান প্রধানমন্ত্রী) ইমরান খানের সঙ্গে বলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা পরভীন বাবির সম্পর্কের কথা অনেকেই জানেন। এই সম্পর্কও পূর্ণতা পায়নি শেষমেশ