Tap to Read ➤

মাত্র ১১ বছর বয়সেই আলিয়ার মন মজেছিল রণবীরের প্রতি, জানেন আপনি

বলি ডিভা আলিয়া ভাট মাত্র ১১ বছর বয়সে রণবীর কাপুরকে তাঁর মন দিয়েছিলেন, alia bhatt loves ranbir kapoor since childhood
আলিয়া ও রণবীরের প্রেমের গল্পে ভক্তরা বেশ অনুপ্রাণিত।
অনেকেই হয়তো জানেন না, মাত্র ১১ বছর বয়সেই আলিয়ার ক্রাশ ছিলেন রণবীর।
অভিনেত্রী যখন ‘ব্ল্যাক’ সিনেমার জন্য অডিশন দিতে গিয়েছিলেন, তখন পরিচালক সঞ্জয় লীলা বনশালির সহকারী পরিচালক ছিলেন অভিনেতা রণবীর।
আলিয়ার সঙ্গে রণবীরের প্রথম অফিশিয়াল দেখা হয়েছিল বালিকা বধূ সিনেমার সময়, যদিও ছবিটি শেষ পর্যন্ত তৈরি হয়নি।
অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান,’ সঞ্জয় স্যার আমাকে নিয়ে বালিকা বধূ ছবিটি করতে চেয়েছিলেন, ওই সময় আমি ছবিটির প্রস্তুতির জন্য ব্যস্ত ছিলাম’।
এই ছবির জন্য আলিয়া একটি ফটোশুট করিয়েছিলেন। তিনি জানান, সেই সময় আমার সঙ্গে রণবীরও ছিলেন। আমি নিজেই জানি না কীভাবে এই সবের শুরু।
২০১৭ সালে আলিয়া ও রণবীর যখন ‘ব্রহ্মাস্ত্র’ছবির শুটিং করেছিলেন, সেসময়ই তাঁদের প্রেমের সূত্রপাত।
২০১৮ সালে সোনম কাপুরের রিসেপশনে রণবীর ও আলিয়া ভাটকে প্রথম একসঙ্গে দেখে গিয়েছিল।
তাঁদের একসঙ্গে দেখে অনুগামীরা খুব খুশি হয়েছিলেন।