Tap to Read ➤

ভারতের সেরা দশটি অফবিট জায়গার ঠিকানা

হিমাচল, কাশ্মীর থেকে কালিম্পং, গরমে বেড়াতে যাওয়ার কিছু অপূর্ব স্থানের সুলুক সন্ধান
গরমে নাজেহাল? চলে যান পাহাড়ি শহর তাওয়াং-এ, অরুণাচলের 'সাত বোন' মন জয় করবেই
শিবালিকের পাদদেশে সবুজ ঘাসের গালিচা বিছানো হিমাচলের গ্রাম খাজ্জিয়ারে এলে মনে হবে পোল্যান্ড এসে পড়েছেন!
লাদাখের নুব্রা ভ্যালি বিশ্বের অন্যতম উচ্চতম উপত্যকা, স্বচ্ছ লেকের জল আর পাহাড়ের মাঝে এখানে দেখা যায় উট! সওয়ার করতে চাইলে চলে আসুন
দেশের সর্বদক্ষিণের রাজ্য কেরালা এমনিতেই 'ঈশ্বরের ভূমি' নামে খ্যাত, এখানেই আছে দেবীকুলম, যা প্রকৃতির অপরূপ শোভা নিয়ে রয়েছে পর্যটকদের জন্য
গরমে অস্থির? চটপট ব্যাক কাঁধে নিয়ে চলে যান কালিম্পং, তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা আর চোখ না ফেরানো প্রকৃতি পাবেন নিজের রাজ্যেই হাতের মুঠোয়
কর্ণাটকের গোকর্ণ, ভারতের প্রাকৃতিক ও ঐতিহাসিক উভয় ক্ষেত্রেরই অনন্য মিশেল, চুপচাপ ক-দিন কাটানো যায় এখানে
মহারাষ্ট্রের অনন্য ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত স্থানগুলির মধ্যে অন্যতম ভাণ্ডারধারা, জলপ্রপাতের পাশাপাশি দেখা যায় বৌদ্ধ যুগের স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন
মণিপুরের অন্যতম আকর্ষণীয় অঞ্চল তামেংলং, কিন্তু বেশ অফবিট বলে এখনও সভ্যতার বাড়াবাড়ি নেই, গরমে ঘোরাঘুরির জন্য বেশ উৎকৃষ্ট স্থান এই অঞ্চল
মেঘ আর রোদের লুকোচুরি খেলা আর প্রকৃতি দেখতে হলে চলে আসুন মেঘালয়ের মওসিনরাম, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান চেরাপুঞ্জি এখানেই অবস্থিত
তুঙ্গনাথের আশীর্বাদধন্য উত্তরাখণ্ডের চন্দ্রশিলা, বিশ্বের একমাত্র স্থান যেখান থেকে হিমালয়ের গারোয়াল ও কূমায়ুন দুটি রেঞ্জ দেখা যায় ৩৬০ ডিগ্রি কোণে, একবার এলে জীবনভর মনে থাকতে বাধ্য