কতদিন চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস
একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে ৪ মে নাগাদ, দক্ষিণ আন্দামান সাগরে। পরবর্তী ২৪ ঘন্টায় যা নিম্নচাপের রূপ নেবে বলে মনে করছেন আবহ বিজ্ঞানীরা
৪ থেকে ৮ মের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
৪ মে নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৫ মে নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুদিন সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে
৬ ও ৭ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই দুদিন ঝড়ের বেগ বেড়ে সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি পর্যন্ত হতে পারে
৮ মে আন্দামান দ্বীপপুঞ্জে বৃষ্টির পরিমাণ কমবে, তবে সেদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও রয়েছে ঝড়ের সতর্কতা
মৎস্যজীবীদের উদ্দেশে ৪-৮ মের মধ্যে লাল সতর্কতা জারি করে তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে
যেতেতু নিম্নচাপটি এখনও তৈরিই হয়নি, সেই কারণে এর গতিপথ নিয়ে এখনই কোনও কিছু বলতে পারছে না আবহাওয়া দফতর
নিম্নচাপ তৈরি হয়ে তা ঘূর্ণিঝড়ের রূপ নিলেও, তা পূর্ব উপকূলে এসে পৌঁছবে কিনা, তা নিয়ে সন্দেহে আলিপুর আবহাওয়া দফর। তবে সর্বদা নজরজারি চালাচ্ছেন আবহ বিজ্ঞানীরা