Tap to Read ➤

প্রকৃতিকে কাছ থেকে দেখতে চাইলে ঘুরে আসুন বিশ্বের এই জায়গাগুলি

ডেস্টিনেশন হোক থাইল্যান্ড থেকে নিউজিল্যান্ডের এই জায়গাগুলি
paramita das
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে পুজোর ছুটিতে ঘুরে আসুন এই জায়গাগুলিতে।
উচ্চ তৃণভূমির হ্রদ বলা হয় প্যাংগং হ্রদকে। এই হ্রদের জল সূর্যের আলোয় সঙ্গে নিজের জলের রঙ পরিবর্তন করে।
বিশ্বের সবথেকে ঘোরার সুন্দর জায়গা হল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। এখানকার মনোরম শোভা আপনাকে বারবার টানবে।
পারলে একবার নিউজিল্যাণ্ডের মিলফোর্ড সাউন্ড ঘুরে আসুন। এখানে রেইনফরেস্ট ও জলপ্রপাত রয়েছে।
ঘুরে আসুন স্কটল্যান্ড। এখানে গ্রাম, দুর্গ আছে। তাছাড়াও এখানকার পরিবেশ খুব সুন্দর।
প্রবাল প্রাচীর, চুনা পাথরে ঘেরা সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন থাইল্যান্ড। এটি অনেকেরই স্বপ্নের জায়গা। এখানে সাদা বালির সৈকত রয়েছে, যা দেখার মতো।
শান্ত পরিবেশে ঘুরতে যেতে চাইলে ঘুরে আসুন ফ্রান্সে। এখানে অনেক পাইন বন রয়েছে। তাছাড়া এখানে নানান ধরনের উদ্ভিদ ও প্রানী রয়েছে।
পারলে একবার ইতালির ইসচিয়াতে ঘুরে যান। এখানে সুন্দর ফুলের বাগান দেখতে পাবেন। সেই সঙ্গে রয়েছে সমুদ্র সৈকতও। সূর্যের আলোয় এর জল যেন চিকচিক করে।
যদি হানিমুনে যেতে চান ঘুরে আসুন গ্রিসের সান্তোরিনিতে। এখানে অনেক দর্শনীয় স্থান আছে। এখানকার সমুদ্রের দৃশ্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন।