Tap to Read ➤

‌ভালোবাসার সম্পর্ককে মজবুত করতে মেনে চলুন এই টিপস

নিজের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে এই সহজ টিপস মেনে চলুন
moumita bhattacharya
যখনই সময় পাবেন আপনার প্রিয় মানুষটির সঙ্গে কথা বলুন। কোনও সমস্যা থাকলে তা কথা বলেই মিটিয়ে নেওয়া যায়। সমস্যা বাড়তে পারে না।
নিজেদের মধ্যে রোম্যান্সকে বাঁচিয়ে রাখুন। মাসে একবার হলেও দু’‌জনে ডেটে যান, ঘুরে আসুন।
আপনার সঙ্গী/‌সঙ্গিনীর নিরলস কোনও চেষ্টার প্রশংসা করুন, এতে তাঁর ভালো লাগবে। আপনাদের সম্পর্কও দৃঢ় হবে।
নিয়মিত সঙ্গী/‌সঙ্গিনীর খোঁজ–খবর নিন, তাঁদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে ওঠার চেষ্টা করুন।
সঙ্গী বা সঙ্গিনীর ছোট ছোট পছন্দ–অপছন্দগুলিকে গুরুত্ব দিন, অবহেলা করবেন না।
উভয়ের অতীতকে ভুলে যান এবং একসঙ্গে এগিয়ে চলুন সামনের দিকে।
নিজেকে প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কে। তাই নিজের আবেগ কখনও চেপে রাখবেন না, সঙ্গী বা সঙ্গিনীকে জানান।
সঙ্গী বা সঙ্গিনীর স্বাচ্ছন্দ্য কোথায় জানুন এবং নিজের সীমারেখা সম্পর্কে অবগত থাকুন।
একে–অপরের জন্য সময় বের করুন। শুধু দু’‌জনে সময় কাটান। দেখবেন সম্পর্ক আরও জোরালো হবে।