Tap to Read ➤

সঞ্চয় বাড়ানোর কিছু সহজ টিপস

ব্যাঙ্ক, পোস্ট অফিস হোক বা শেয়ার বাজার, চাইলে সঞ্চয় বৃদ্ধি করা যায় সহজেই
Dipanwita Bandopadhyay
মাসের মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গে একটা পরিমাণ টাকা আলাদা করে রাখা প্রয়োজন, খুব প্রয়োজন না হলে সেই টাকায় হাত দেওয়া চলবে না
মাসের শুরুতেই বাজেট নির্ধারণ করা প্রয়োজন, সেই বাজেট অনুযায়ী চলা খুব প্রয়োজন
বেশ কিছু অফিসে বছরে এক থেকে দুইবার বোনাস দেওয়া হয়, বোনাসের টাকা কোনো ভাবেই অপ্রয়োজনীয় খরছ করা যাবে না
প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে রেকারিং করতে পারেন, এরফলে নির্দিষ্ট সময়ের পর ভালো পরিমাণ টাকা পাবেন
শপিং করতে যাওয়ার সময় লিস্ট করে নিয়ে যাওয়া ভাল, এর জেরে অহেতুক খরচ কমে, অপ্রয়োজনীয় পণ্য কেনা থেকে বিরত থাকুন
অনেক সময় বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় যাওয়ার অভ্যাস থাকলে, সেখানে পরিবর্তন আনুন, বাড়িতেই বন্ধুদের এনে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করুন এতে রেস্তোরাঁর থেকে খরচ কমবে
বছরের বেশি কিছু সময় ডিসকাউন্ট দেওয়া হয় তা অনলাইন হোক বা অফলাইন, সেইসময় কেনাকাটা করার চেষ্টা করুন এতে সঞ্চয় বাড়বে
শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যেতে পারে, বিভিন্ন রকম স্টক কিনতে পারেন বিনিয়োগকারীরা