Tap to Read ➤

জানেন কি এই পাঁচ সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ–পুত্র আরিয়ান খান

আরিয়ান খান নায়ক হিসাবে এখনও বলিউডে এন্ট্রি শুরু করেননি। তবে বেশ কয়েকটি কাজ ইতিমধ্যে করে ফেলেছেন।
শাহরুখ খান ও গৌরী খান বিয়ে করেন ১৯৯১ সালের ২৫ অক্টোবর। ১৯৯৭ সালের ১৩ নভেম্বর আরিয়ান খান প্রথম সন্তান হিসাবে আসেন এই বলিউড জুটির
আরিয়ান শুধু স্টার কিড হিসাবেই পরিচিত নন, তিনি অল্প বয়সে সিনেমায় অভিনয় করেছেন
শাহরুখ খান অভিনীত কভি খুশি কভি গম ছবিতে রাহুলের অল্প বয়সের চরিত্রে অভিনয় করেন আরিয়ান
তবে অভিনয় নয়, আরিয়ানের পছন্দ সিনেমা পরিচালনা করা। সেদিকেই এগোচ্ছেন শাহরুখ–পুত্র
ডিজনি অ্যানিমেটেড সিনেমা দ্য ইনক্রেডিবল–এ তেজ চরিত্রে ডাবিং করেন আরিয়ান
বাবার মতোই আরিয়ান নিজের পরিচয় নিজে তৈরি করতে চান, স্টার কিড হিসাবে থাকতে চান না
শাহরুখ খান অভিনীত কভি অলবিদা না কহনা ছবিতে সসার প্লেয়ারের ভূমিকায় দেখা যায় আরিয়ানকে
২০১৯ সালে দ্য লায়ন কিং–এ সিম্বার চরিত্রে ভয়েস ওভার দিয়েছিলেন আরিয়ান খান
২০১৪ সালে আরিয়ান ও অমিতাভ বচ্চনের নাতনি নব্যার একটি ঘনিষ্ঠ মুহূর্ত ফাঁস হয়ে যায়
শোনা যাচ্ছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান সিনমায় আরিয়ান খানের কিছু অবদান দেখা যাবে