Tap to Read ➤

‌চারজন বিবাহিত পুরুষের সঙ্গে ডেট করেও অভিনেত্রী নাগমা এখনও সিঙ্গল

হিন্দির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমাতেও নাগমা অনেক অভিনয় করেছেন।  তবে বারবার পরপুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
বলিউড অভিনেত্রী তথা রাজনৈতিকবিদ নাগমা জীবনে খ্যাতি, অর্থ, সফলতা অর্জন করলেও তাঁর মন ভেঙেছে বহু পুরুষ
মুম্বইয়ে ১৯৭৪ সালে ২৫ ডিসেম্বর জন্মান নাগমা। তাঁর বাবা ছিলেন হিন্দু এবং মা মুসলিম
১৬ বছর সফলভাবে সিনেমা করার পর তিনি তাঁর শিল্পপতি বাবার পরিচয় প্রকাশ্যে আনেন। নাগমার খুব অল্প বয়সেই মা–বাবা আলাদা হয়ে যান
নাগমা অল্প বয়সে সফলতার চূড়ান্তে পৌঁছালেও ব্যক্তিগত জীবনে খুশি নন। ৪৭ বছর বয়সেও তিনি একা
শোনা যায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়ান নাগমা
কিন্তু সৌরভের সঙ্গে নাগমার সম্পর্ক বেশিদিন টেকেনি। এই নিয়ে কেউ কখনও মুখ খোলেননি। পুরোটাই জল্পনা
সৌরভের পর নাগমা সম্পর্কে জড়ান দক্ষিণী তারকা শরত কুমারের সঙ্গে। শরত ততদিনে বিবাহিত। এই সম্পর্কের জেরে ডিভোর্সও হয় শরতের
এরপর নাগমা ভোজপুরি সিনেমায় অভিনয় করতে গিয়ে আবারও বিবাহিত রবি কিষাণের প্রেমে পড়েন বলে শোনা যায়
রবি কিষাণের স্ত্রীও তাঁদের সম্পর্ক মেনে নিয়েছিলেন। কিন্তু বিগ বস ১–এ প্রবেশের পর রবি কিষাণের সঙ্গে নাগমার সম্পর্ক ভেঙে যায়
রবি কিষাণকে ইর্ষান্বিত করতে নাগমা আরও এক বিবাহিত ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়ান বলে পরে শোনা যায়
তবে নাগমা ও মনোজ তিওয়ারি কখনও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি