Tap to Read ➤

সাগরে সাজছে নিম্নচাপ, কয়েকটি রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

কোন রাজ্যে কেমন হবে বৃষ্টিপাত, দেখে নিন একনজরে
দক্ষিণ আন্দামান সাগরের সম্ভাব্য। নিম্নচাপটি ৬ মে নাগাদ ঘূর্ণিঝড়ের (cyclone) রূপ নিতে পারে। যার জেরে পরবর্তী দুদিন সন্নিহিত এলাকায় অতিভারী বৃষ্টি হতে পারে
৬ ও ৭ মে আন্দামান দ্বীপপুঞ্জে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ ৭০ কিমি হতে পারে। সেই সব এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি মৎস্যজীবীদেরও ওই সময়ে সমুদ্রে না যেতে বলা হয়েছে
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে উত্তর-পশ্চিম, মধ্য ভারত এবং পূর্ব ভারতে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই
আগামী ৫ দিন কেরল, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে
বঙ্গোপসাগর থেকে যাওয়া তীব্র দক্ষিণ-পশ্চিম বায়ুর কারণে আগামী ৫ দিন উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ-সিকিমে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন এইসব এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে
বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় আগামী ৩-৪ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে ৩-৫ মের মধ্যে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩ ও ৪ মে বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর
আগামী দুদিন পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থানে আগামী দুদিন সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া কিংবা ধূলোর ঝড় হতে পারে