Tap to Read ➤

‌আলিয়ার আগে আর কোন কোন অভিনেত্রীদের সঙ্গে  সম্পর্কে জড়িয়েছেন রণবীর

ক্যাটরিনা, দীপিকা, নার্গিস ফকরি থেকে মাহিরা খান - কার কার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে রণবীর কাপুরের

চার বছর ধরে ডেট করার পর অবশেষে বিয়ে করতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর

কলেজে পড়ার সময় রণবীর কাপুর অবন্তিকা মালিকের সঙ্গে সম্পর্কে ছিলেন

বয়সের পার্থক্যের জন্য রণবীর কাপুর ও নন্দিতা মাহাতানির সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলেছিল। তবে কখনও তা প্রকাশ্যে আসেনি

সাওয়ারিয়া সিনেমার শুটিংয়ের সময় সোনম কাপুরের সঙ্গে রণবীর কাপুর ডেট করেছেন দীর্ঘদিন ধরে

দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের দীর্ঘদিনের সম্পর্ক বি–টাউনে সকলেরই জানা ছিল। কিন্তু পরে তাঁদের সম্পর্ক খুব বাজেভাবে ভেঙে যায়।
রকস্টার সিনেমার শুটিংয়ের সময় নার্গিস ফকরির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর কাপুর। যদিও দু’‌জনেই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন।

২০১১ সালে অ্যাঞ্জেলা জনসনের সঙ্গে দেখার পর তাঁর ও রণবীরের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়

ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক বেশ গভী ছিল। কিন্তু জগ্গা জাসুস সিনেমার পর তাঁদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়
নিউ ইয়র্কে এক সিনেমার শুটিংয়ে মাহিরা খান ও রণবীর কাপুরের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা বেশিদিন টেকেনি।
Credits
Instagram