Tap to Read ➤

শাহরুখ থেকে সলমন, কোন তারকা কী খাবার খেতে পছন্দ করেন?

জেনে নিন তারকাদের পছন্দের খাবার কী কী?
paramita das
বলিউড তারকারাও খেতে খুব পছন্দ করেন। দেখে নিন কোন তারকারা কী খেতে ভালোবাসেন।
শাহরুখ খান – তিনি চিকেন তন্দুরি খেতে খুব ভালবাসেন।
হৃত্বিক রোশন - তিনি স্ন্যাকস খেতে খুব পছন্দ করেন। তার পছন্দের খাবারে রয়েছে সিঙ্গারা।
দীপিকা পাড়ুকোন- দক্ষিণ ভারতীয় যে কোনও খাবার তাঁর খুব পছন্দ। তবে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন রসম দিয়ে ভাত খেতে।
ক্যাটরিনা কাইফ- তার প্রিয় এবং পছন্দের খাবার হল প্যানকেক।
সলমন খান- অভিনেতা বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন।
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস- তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে মাক্কি দি রোটি ( ভুট্টা তৈরির রুটি)
রণবীর কাপুর- তিনি সবথেকে বেশি পছন্দ করেন জংলি মাটন কারী খেতে।
সারা আলি খান-তার পছন্দের খাবারে প্রথমে রয়েছে ছোলে ভাটুরে। তাছাড়াও তিনি হায়দরাবাদী চিকেন বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন।
আলিয়া ভাট- তিনি ভেজ খেতে খুব পছন্দ। তিনি দই ভাত এবং এবং ডাল খিচুড়ি খেতে খুব পছন্দ করেন।
অনন্যা পান্ডে- তার সব থেকে প্রিয় খাবার হল চিজ নানের সঙ্গে বাটার চিকেন।