Tap to Read ➤

বঙ্গোপসাগর দিয়ে কতগুলি ঘূর্ণিঝড় ধেয়ে এসেছে মে মাসে, জানুন তার নাম

আম্ফান থেকে অশনি - মে মাসে কোন কোন ঘূর্ণিঝড় হানা দিয়েছে বঙ্গোপসাগরে, দেখে নিন
মে মাস পড়তে না পড়তেই আন্দামান ও দক্ষিণ বঙ্গোপসাগরে বাসা বাঁধতে চলেছে ঘূর্ণিঝড়।
বিগত তিন বছরের ভয়াবহ স্মৃতি। বাংলার বুকে ফণী, আম্ফান ও ইয়াসের পথে আরও এক ঝড়।
২০২০ সালের মে মাসে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান।
ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে ওড়িশায় আছড়ে পড়লেও ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত হয়েছিল বাংলাও।
 ঘূর্ণিঝড় ফণী ঘণ্টায় ২০৫ কিলোমিটার গতিতে ওড়িশা উপকূলে আঘাত হানে ২০১৯-এর মে মাসে।
২০১৩ সালে ভায়ারু নাম এক ঘূর্ণিঝড় ধেয়ে এসেছিল বঙ্গোপসাগর দিয়ে।
২০১৬ সালে ধেয়ে এসেছিল রোয়ানু এবং ২০১৭ সালে মোরা আছড়ে পড়েছিল উপকূলে।
এই তিনটি ঝড়ই বঙ্গোপসাগরে তৈরি হয় এই মে মাসে। আছড়ে পড়ে বাংলাদেশ উপকূলে।
 শেষ তিনটি ঝড় বঙ্গোপসাগর উপকূলবর্তী বাংলা ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে তাণ্ডব চালিয়েছিল।
মে মাসের উষ্ণতা ও তাপমাত্রা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল।
 ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের মোক্ষম সময় মে ও নভেম্বর মাস।