Tap to Read ➤

আইপিএল-এ সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেনে এঁরা

রোহিত, রায়াডু, হরভজন, রাহানে থেকে শুরু করে আর কারা আইপিএলে অনভিপ্রেত রেকর্ড গড়েছেন
পীযূষ চাওলা
পীযূষ চাওলা আইপিএল-এ ১৩ বার শূন্যরানে আউট হয়েছেন
হরভজন সিং
হরভজন সিং-ও আইপিএল-এ ১৩ বার শূল্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন
পার্থিব প্যাটেল
পার্থিব প্যাটেল যিনি সিএসকে, আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলের হয়ে আইপিএল খেলেছেন, ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন
আম্বাতি রাইডু
আম্বাতি রাইডু, এই প্রতিভাবান ব্যাটসম্যান আইপিএল খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সনও সিএসকের হয়ে৷ ইনিও ১৩ বার শূন্যরানে আউট হয়েছেন
রোহিত শর্মা
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা আইপিএল-এ মোট ১৩ বার শূন্য রানে আউট হয়ে ক্রিজ ছেড়েছেন
অজিঙ্ক রাহানে
অজিঙ্ক রাহানে, আইপিএল-এ ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন
মনদীপ সিং
মনদীপ সিং, ১২ বার শূন্য রানে আউট হয়েছেন
দীনেশ কার্তিক
দীনেশ কার্তিক ও আইপিএল-এ এ যাবৎ ১২ বার শূন্য রানে আউট হয়েছেন
মণীশ পান্ডে
মণীশ পান্ডে একসময় আইপিএল-এর সেরা ব্যাটিং চমকগুলোর একজন ছিলেন তিনিও মোট ১২ বার শূন্য রানে আউট হয়েছেন
গৌতম গম্ভীর
প্রাক্তন ভারতীয় বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর ও তাঁর আইপিএল কেরিয়ারে ১২ বার শূন্য রানে মাঠ ছেড়েছেন