Tap to Read ➤

প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এই বলিউড সিনেমাগুলি দেখেছেন কি?

‌বলিউডে এমন অনেক সিনেমা রয়েছে যা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। অসাধারণ কাহিনি-নির্ভর এই ছবিগুলি দেখেছেন কি?
moumita bhattacharya
টাবু অভিনীত চাঁদনি বার তাঁর কেরিয়ারের সেরা সিনেমা, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে পরিস্থিতির চাপে জোর করে এক যুবতীকে বারে নাচ করার গল্প দেখানো হয়েছে
১৯৯৩ সালে মুম্বইতে বোমা বিস্ফোরণের ওপর তৈরি হয়েছিল এই ব্ল্যাক ফ্রাইডে সিনেমাটি। ২০০৪ সালে ছবিটি মুক্তি পায়।
মীরা নায়ারের ২০০১ সালে তৈরি মনসুন ওয়েডিং, এই ছবিতে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, লিলেট দুবে, শেফালি শাহ-এর মতো অভিনেতারা।
মাতৃভূমি:‌ এ নেশন উইদআউট উইম্যান ২০০৩ সালে মুক্তি পায়। গ্রামে মেয়েদের অভাব এবং তার জেরে ৫ ভাইকে বিয়ে করার কাহিনি রয়েছে এই ছবিতে
ফুলন দেবীর জীবনী নিয়ে ১৯৯৪ সালে তৈরি হয় ব্যান্ডিট কুইন। সেই সময় বিতর্কের ঝড় উঠেছিল সিনেমাটিকে ঘিরে।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ক্রাইম ড্রামা হে রাম, পরিচালনা, প্রযোজনা কমল হাসানের। এছাড়াও রয়েছেন রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খান।
সুধীর মিশ্র পরিচালিত এক যৌনকর্মীর জীবনী নিয়ে তৈরি এই সিনেমায় দেখা গিয়েছে করিনা কাপুর খান ও রাহুল বোসকে।
২০০০ সালের মাস্ট ওয়াচ ছবি অস্তিত্ব, পরিচালক মহেশ মঞ্জরেকর। টাবু ও সচিন খেদেকর রয়েছে।
চন্দ্রচূড় সিং, ওম পুরী, টাবু ও জিমি শেরগিলের ১৯৯৬ সালের মাচিস ছবিটি রাজনৈতিক থ্রিলার ছবি।