Tap to Read ➤
চৈত্র শুক্লা প্রতিপদ থেকেই শুরু হিন্দু নববর্ষ!
আজ ২০৭৯ সাল শুরু হল। এটাই নাকি হিন্দু নববর্ষ। এই দিনটিকে মহাসমারোহে পালন করা হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম
কেরলে এই তিথিকে বলা ভিশু। তা হবে ১৫ এপ্রিল
মহারাষ্ট্রে এই তিথিকে বলা হয় Gudi Padwa
কাশ্মীরে এই তিথি নাভরে বলেই পরিচিত।
সিদ্ধি সম্প্রদায়ের কাছে চেটি চাঁদ হিসাবেই এই দিনটি পালিত হয়।
সিন্ধে বৈশাখী বলেও পরিচিত এই দিন।
জম্মুতে এই দিনটিকে বলা চৈতি!
নেপালে এই দিনটিকে বৈশাখ হিসাবেই পালন করা হয়ে থাকে।