Tap to Read ➤

নিজেদের ফিট রাখতে কী খান বলিউড–হলিউডের তারকারা জানেন কি?

গ্ল্যামার ওয়ার্ল্ডে টিকে থাকার জন্য ফিট অবশ্যই প্রয়োজন। আর তার জন্য তারকারা বিশেষ কিছু খাওয়া–দাওয়া করেন। আসুন জেনে নিই সেই খাবার সম্পর্কে
তারকাদের সর্বদা ফিট ও গ্ল্যামারস দেখার চাপে থাকতে হয়। আর তার জন্য তাঁরা প্রচণ্ড ডায়েট ও শরীরচর্চার ওপর জোর দেন।
এমন অনেক তারকাই রয়েছেন যাঁদের খাওয়ার অভ্যাস একেবারে অন্যরকম। যা শুনলে অবাক হবেন আপনিও।
‘‌শেরশাহ’‌ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা গুলাব জামুনের সঙ্গে আমের আচার খেতে ভালোবাসেন। অদ্ভুত হলেও এটাই সত্যি
দইয়ের প্রতি অসম্ভব প্রেম রয়েছে আলিয়া ভাটের। কোনও খাবারই তিনি দই ছাড়া খাবেন না।
কোর্টনি কার্দাশিয়ান জানিয়েছিলেন যে তিনি নিজেকে ফিট রাখতে প্লাসেন্টা খান এবং সেটা ট্যাবলেট হিসাবে গ্রহণ করে থাকেন।
সুপারমডেল গিগি ও বেল্লা হাদিদের মা ইয়োলান্ডা হাদিদ হজমের জন্য দুপুরে ছাগলের গরম দুধ পান করেন।
দ্য স্ক্যান্ডেল খ্যাত অভিনেতা স্কট ফোলে ডিমের ভুজিয়ার সঙ্গে পিনাট বাটার খান।
গায়ক জিন সিমন্স বরফের টুকরো দিয়ে তাঁর সিরিয়াল খান। এ ধরনের একটি ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন।
ডিটক্সিফিকেশন ডায়েট বজায় রাখতে মাটি খান শাইলি উডলে। তিনি এটা একবার কোনও ট্যাক্সি চালকের কাছে শুনেছিলেন