Tap to Read ➤

বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়েছেন যে বলিউড অভিনেত্রীরা

নেহা ধুপিয়া, সেলিনা জেটলি থেকে শুরু করে কঙ্কনা সেনশর্মা - কারা বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়েছেন
২০২১ এর ১৫ মে বিয়ে করেন দিয়া মির্জা, বিয়ের প্রস্তুতি চলার সময় সন্তানের পৃথিবীর আলো দেখার অপেক্ষায় ছিলেন তিনি
কঙ্কনা সেন শর্মা ২০১০ সালে রনবীর শোরে’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এর ছ’মাস পরই একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী
২০১৫ সালে বিবাহ বিচ্ছেদ হয় কঙ্কনা ও রনবীরের
২০২০ সালের ১ জানুয়ারি বাগদানের কথা ঘোষণা করেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ
বাগদানের পর ৩০ জুলাই, ২০২০ সালে এই দম্পতি তাঁদের পুত্র সন্তান অগস্ত্য-কে স্বাগত জানান
‘বধাই হো’ খ্যাত অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তা বিয়ের আগেই সন্তানসম্ভবা হন
অভিনেত্রী কল্কি কইচলিন এবং তাঁর বয়ফ্রেন্ড গাই হার্সবার্গ, ২০২০ সালে তাঁদের প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানান
অস্ট্রেলিয়ান বয়ফ্রেন্ড পিটার হাগের সঙ্গে বিয়ের আগেই শেলিনা জেটলি দুই যমজ সন্তানের জন্ম দেন
২০১৮ সালের ১০ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি। সেইসময় তিন মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন নেহা