Tap to Read ➤

ববি দেওলের সঙ্গে স্ত্রী তানিয়ার প্রথম কোথায় দেখা হয়েছিল, জানেন?

ভালোবেসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ববি দেওল ও তানিয়া দেওল। জেনে নিন এই জুটির প্রেম কাহিনি
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ববি দেওল তাঁর প্রথম ছবি ‘বারসত’এর পর তানিয়ার সঙ্গে দেখা ককরেছিলেন। ববি ও তানিয়ার প্রথম দেখা হয়েছিল মুম্বইয়ের হোটুল প্রেসিডেন্টস ট্রাটোরিয়ার একটি বিখ্যাত ইতালিয়ান ক্যাফেতে। এই ক্যাফেতে তানিয়া তাঁর বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন।
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
তানিয়া দেখা মাত্রই ববি তাঁর প্রেমে পড়ে যান এবং তানিয়ার সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করতে শুরু করেন ববি। বিষয়টি তিনি তাঁর সব বন্ধুকেও বলেছিলেন।
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
তানিয়ার সম্পর্কে সমস্ত তথ্য পাওয়ার পর এবং তাঁর ফোন নম্বর খুঁজে বের করার পর ববি প্রথম ডেটের জন্য তানিয়াকে কল করেছিলেন। ববির কথায় মন গলেছিল তানিয়ারও। তাই তানিয়াও ডেটে যেতে রাজি হয়েছিলেন।
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
প্রথম ডেটের পর পরবর্তী সময়ে এই তারকা দম্পতি মাঝেমধ্যেই আড্ডা দিতেন। এভাবেই ধীরে ধীরে তাঁদের প্রেমের গল্প শুরু হয়।
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ববি বুঝেছিলেন যে তিনি তানিয়াকে বিয়ে করতে চান। তাই যেখানে তাঁদের প্রথম দেখা হয়েছিল ববি সেখানেই হাঁটু গেড়ে বসে রোমান্টিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তানিয়াকে।
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
১৯৯৬ সালের ৩০ মে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন ববি এবং তানিয়া।
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
এই দম্পতির দুই সন্তান। আর্যমান এবং ধরম। ববি ও তানিয়ার প্রথম সন্তানের জন্ম হয় ২০০২ সালে এবং দ্বিতীয় সন্তানের জন্ম হয় ২০০৪ সালে।
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ববির সিনেমার কেরিয়ার শুরু হয় ১৯৯৫ সালে এবং তিনি ১৯৯৬ সালে তানিয়াকে বিয়ে করেন।

 Autri Sengupta

Credits
bobby deol/ Instagram, instagram/ bobby deol, bobby deol/ instagram