Tap to Read ➤

স্ত্রীকে নিয়ে হানিমুনে যেতে চান, ঘুরে আসুন এই সমুদ্র সৈকতগুলিতে

জীবনসঙ্গীকে কোথায় নিয়ে গেলে খুব খুশি হবে জানেন?
paramita das
বিয়ের পর নবদম্পতি হানিমুনে যাবেন না তাই হয় নাকি! পাহাড় হোক কিংবা সমুদ্র স্ত্রীকে দিয়ে ঘুরতে যাওয়া মাস্ট।
যারা সমুদ্র ভালোবাসেন, তাদের জন্য রইল সেরা সমুদ্র সৈকতের হানিমুন স্পটের ঠিকানা।
মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনি যদি ঘুরতে যেতে চান তাহলে ঘুরে আসুন হাওয়াই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি প্রদেশ। এখানে মাউই দ্বীপপুঞ্জ, কাউই, লানাই, মোলোকাই দ্বীপ রয়েছে।
নীল জলরাশি দেখতে যদি আপনার সঙ্গিনী পছন্দ করেন তাহলে ঘুরে আসুন স্বপ্নের দেশ থাইল্যান্ডে। এখানে গেল অবশ্যই স্কুবা ডাইভিং করবেন। পাতায়া সমুদ্র সৈকত এখানে অবস্থিত।
পারলে বালি সমুদ্র সৈকতে একবার ঘুরে আসুন। দ্বীপটি খুব সুন্দর। এখানকার স্থানীয় ক্যাফেতে যেতে একদম ভুলবেন না।
এপ্রিল থেকে নভেম্বর মাসের মধ্যে গেলে ঘুরে আসুন দক্ষিণ আফ্রিকার সেশেলসে। বন্যপ্রাণী এবং নীল জলের আবাসস্থল রয়েছে এখানে। পারলে এখান একবার ঘুরে যান।
নতুন সঙ্গিনীকে নিয়ে যদি আপনি স্কুবা, জেট স্কিইং, প্যারাসেলিং করতে চান তাহলে ঘুরে আসুন মালদ্বীপ। মালদ্বীপ ভ্রমণের সেরা সময় ডিসেম্বর থেকে মার্চ।
এপ্রিল থেকে জুন, সেপ্টেম্বর, অক্টোবর মাসে যদি আপনি হানিমুনে যেতে চান তাহলে ঘুরে আসুন গ্রীসে। গ্রীসে পৌরাণিক অনেক কিছু দেখতে পাবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন।