Tap to Read ➤

জেনে নিন অ্যালো ভেরার গুনাগুন

শীতে ব্যবহার করুন অ্যালো ভেরা
paramita das
ডার্ক সার্কেল থেকে মুখের ফোলাভাব কমাতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। কারণ এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট।
ত্বককে আদ্র রাখতে ও লালভাব কমাতে রোজ অ্যালোভেরার জেল মাখুন।
সূর্যের আলোয় যদি মুখ কালো হয়ে যায় তাহলে সেই কালোভাব দূর করতে অ্যালোভেরা মাখুন।
অ্যালোভেরা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল। যা ব্রণ কমাতে সক্ষম। সোরিয়াসিস, একজিমা ও চুলকানিতে কমাতে এটি ব্যবহার করুন।
অ্যালোভেরাতে অ্যান্টিমাইক্রোবিয়াল রয়েছে। এটি ত্বককে হাইড্রেট রাখতে সক্ষম।
অ্যালোভেরার জেল মুখে মাখলে আপনার ত্বক কুচকাবে না। এতে আপনার বার্ধক্য আসবে না।
যদি শীতকালে আপনার ত্বক ফেটে যায় তাহলে সেই জায়গায় অ্যালোভেরার জেল মাখুন।
যদি আপনার মুখের মাড়ি ফুলে যায় বা রক্তপাত হয় তাহলে এক চামচ অ্যালোভেরার রস খান।