Tap to Read ➤
বলিউডের এই তারকারা প্রেমে পড়েছেন তাঁদের সহ–অভিনেতা, অভিনেত্রীদের
শুধু রণবীর-আলিয়াই নন এর আগে অসংখ্য বলিউড সেলেবস একে অপরের প্রেমে পড়েছেন ও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, bollywood stars who love or marries co-stars
রণবীর আলিয়া
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’এর শুটিং চলাকালীন একে–অপরের প্রেমে পড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই ছবিটি এখনও মুক্তি পায়নি
রণবীর দীপিকা
সঞ্জয় লীলা বনশালির ‘গোলিও কি রাশলীলা রাম–লীলা’ সিনেমার শুটিংয়ের সময় ডেটিং করতে শুরু করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
সইফ করিনা
২০০৭ সালে ‘তশন’ সিনেমার শুটিংয়ে একে–অপরের প্রতি বিশেষ অনুভূতি অনুভব করেন সইফ আলি খান ও করিনা কাপুর
জেনেলিয়া রিতেশ
২০০২ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমার শুটিংয়ের সময় শুধুমাত্র বন্ধু ছিলেন জেনেলিয়া ডি’সুজা ও রিতেশ দেশমুখ। পরে বন্ধুত্ত্ব প্রেমে পরিণত হয়
ঐশ্বর্য অভিষেক
মণিরত্নমের সিনেমা ‘গুরু’র শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন। এরপর তাঁরা বিয়ে করে নেন
ইশান অনন্যা
‘খালি পিলি’ সিনেমার শুটিংয়ে দেখা আর তারপর থেকে ডেট শুরু হয় ইশান খট্টর ও অনন্যা পাণ্ডের