Tap to Read ➤

বিনা পারিশ্রমিকে কোন বলি তারকা কোন সিনেমায় কাজ করেছেন

সলমন খান থেকে মীনা কুমারী বিনা পারিশ্রমিকে কারা অভিনয় করেছেন?
কোন কোন বলিউড তারকারা সিনেমায় অভিনয় করেও পারিশ্রমিক নেননি, জেনে নিন।
ইরফান খান- রোড টু লাদাখ সিনেমাটি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমায় কাজ করার জন্য ইরফান খান কোনরকম পারিশ্রমিক নেননি।
মীনা কুমারী- বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হলেন মীনা কুমারী। ১৯৭২ সালে পাকিজা সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমায় অভিনয় করবার জন্য মীনা কুমারী কোনরকম পারিশ্রমিক নেননি।
শাহিদ কাপুর- বলিউডের বিখ্যাত অভিনেতাদের মধ্যে শাহীদ কাপুর একজন। হায়দার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই মুভিতে অভিনয় করার কোনও পারিশ্রমিক নেননি তিনি।
নওয়াজউদ্দিন সিদ্দিকী - তিনি মান্টো সিনেমাতে অভিনয় করেছিলেন অথচ কোনও পারিশ্রমিক নেননি। যা শুনে অবাক হয়েছেন অনেক অনুগামী।
দীপিকা পাডুকোন- 'ওম শান্তি ওম' সিনেমায় অভিনয় করার জন্য এক পয়সাও পারিশ্রমিক নেননি তিনি।
রাজকুমার রাও- ট্রাপড সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রাজকুমার রাও। এই সিনেমায় তিনি বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন।
সলমন খান- বলিউডের ভাইজান হলেন অভিনেতা সলমন খান। আজব প্রেম কি গাজব কাহানি, তিস মার খান, সন অব সর্দার সিনেমায় অভিনয় করে কোনও পারিশ্রমিক নেননি।
সোনম কাপুর- বলিউডে বিখ্যাত ও সুন্দরী অভিনেত্রীদের মধ্যে সোনম কাপুর একজন। ভাগ মিলখা ভাগ সিনেমাটিতে অভিনয় করার জন্য অভিনেত্রী কোনও পারিশ্রমিক নেননি।
অমিতাভ বচ্চন- বলিউডের বিগ বি হলেন অমিতাভ বচ্চন। ব্ল্যাক সিনেমাটি বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন অভিনেতা।

 paramita das

Credits
সৌজন্যে ফিল্মিবিট