Tap to Read ➤

বক্স অফিস হিট ‘‌পুষ্পা’‌ ছবির প্রস্তাব ফেরান কোন জনপ্রিয় তারকারা

শোরগোল ফেলে দিয়েছে অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার পুষ্পা। তবে এই ছবির প্রস্তাব অনেক তারকারাই ফিরিয়ে দিয়ে এখন হা হুতাশ করছেন
এই ছবির জন্য নির্মাতাদের নজরে অল্লু অর্জুন প্রথম পছন্দ ছিলেন না। অন্য এক জনপ্রিয় অভিনেতাকে প্রথমে এই চরিত্রে ভাবা হয়েছিল।
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
শুধু পুষ্পা চরিত্রটির জন্য নয়, ছবির সঙ্গে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অন্যান্য তারকাদের কাছে প্রথমে গিয়েছিল প্রস্তাব।
তবে তাঁরা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আজ নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য পস্তাচ্ছেন এই ৬ তারকা।
পুষ্পা চরিত্রে অল্লু অর্জুনের আগে মহেশ বাবুর কথা ভাবা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন। ছবি সৌজন্য:‌ ইনস্টাগ্রাম
পুষ্পা ছবির আইটেম ডান্স ‘ঊ অন্তওয়া’র জন্য প্রস্তাব প্রথমে দিশা পাটানিকেই দেওয়া হয়েছিল। অভিনেত্রী প্রস্তাব ফিরিয়ে দেন।
ছবি সৌজন্য:‌ ইনস্টাগ্রাম
‘ঊ অন্তওয়া’র জন্য প্রস্তাব যায় নোরা ফতেহির কাছে। কিন্তু নোরা অতিরিক্ত পারিশ্রমিক চান, যা দেওয়া সম্ভব ছিল না। ছবি সৌজন্য:‌ ইনস্টাগ্রাম
আইটেম গানে সামান্থা রুথ প্রভু ঝড় তুললেও পুষ্পার স্ত্রী শ্রীবল্লীর চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন সামান্থা, কিন্তু তিনিও প্রস্তাব ফিরিয়ে দেন। ছবি সৌজন্য:‌ ইনস্টাগ্রাম
ছবিতে ভিলেনের চরিত্রের জন্য বিজয় সেতুপতিকেই কাস্ট করতে চেয়েছিলেন পরিচালক, কিন্তু অভিনেতার হাতে কোনও ফাঁকা ডেট ছিল না। ছবি সৌজন্য:‌ ইনস্টাগ্রাম
এই ছবিতে ফহাদের চরিত্রটির জন্য যীশু সেনগুপ্তকে বলা হয়েছিল। প্রস্তাব এলেও করোনার কারণে এই ছবিতে অভিনয় করতে পারেননি যিশু। ছবি সৌজন্য:‌ ইনস্টাগ্রাম