Tap to Read ➤

প্রত্যেক আইপিএল সিজনে প্রথম শতরানের রেকর্ড যে সমস্ত ব্যাটসম্যানদের

ম্যাককালাম, এবি ডিভিলিয়ার্স থেকে শুরু করে ইউসুফ পাঠান, তালিকায় রয়েছে বড় বড় নাম
২০০৮ এ আইপিএলের প্রথম সিজনে কলকাতা নাইট রায়ডার্সের হয়ে প্রথম শতরানটি করেন ব্রেন্ডন ম্যাকালাম
২০০৯ আইপিএল-এ এবি ডেভিলিয়ার্স দিল্লি ডেয়ার ডেভিলসের সিজনের প্রথম শতরানটি করেন
২০১০ এ রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের সেই সিজনের প্রথম ১০০ রান করেন ইউসুফ পাঠান
২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওই আইপিএল সিজনের প্রথম শতরান করেন পল ভালতাতি
২০১২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ওই সিজনের প্রথম আইপিএল শতরানটি করেন অজিঙ্ক রাহানে
২০১৩ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ওই সিজিনের প্রথম শতরান করেন শেন ওয়াটসন
আইপিএল ২০১৪ তে প্রথম শতরান করেন লেন্ডি সিমনস, উনি খেলতেন মুম্বই ইন্ডিয়ানসের হয়ে
২০১৫ সালের আইপিএল সিজনে প্রথম শতরান আসে চেন্নাইয়ের জার্সিতে ব্রেডন ম্যাকালামের ব্যাট থেকে
২০১৬ আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে সিজনের প্রথম শতরান করেন কুইন্টন ডি কক
২০১৭ সালে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে ওই সিজনের প্রথম শতরান করেন সঞ্জু সামসন
২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওই সিজনের আইপিএলে প্রথম শতরান করেন ক্রিস গেইল
২০১৯ এ রাজস্থান রয়্যালসের হয়ে ওই আইপিএল সিজনের প্রথম শতরানটি করেন সঞ্জু সামসন
২০২০ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সিজিনের প্রথম শতরান করেন কেএল রাহুল
২০২১ এ রাজস্থান রয়্যালসের হয়ে ওই আইপিএল সিজনের প্রথম শতরানটি করেন সঞ্জু সামসন
২০২২ এর চলতি আইপিএলে প্রথম শতরানটি করেন, জোশ বাটলার। তিনি আইপিএল খেলছেন রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে