Tap to Read ➤

কোন বলিউড তারকা কোন ফুটবল দলের সমর্থক জানেন?

আলিয়া থেকে রণবীর - কে কোন দলের সমর্থক জেনে নিন
paramita das
বলিউড তারকারা কী বলছেন, কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন তা জানার আগ্রহ প্রায় সকলেরই।
এমন অনেক বলি তারকারা আছেন যারা নিজেদের কাজের ব্যস্ত সময় থেকে সময় বের করে খেলায়ও দেখেন।
অনেক বলি সেলেবরা ফুটবল খেলা দেখতে ভালোবাসেন। জেনে নিন কোন তারকা কোন দলকে সমর্থন করেন।
রণবীর সিং - বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন রণবীর সিং। তাঁর সিনেমার দেখে পছন্দের করেন সকল অনুগামীই। তিনি তাঁর ব্যস্ত সিডিউল থেকে সময় বার করে খেলা দেখেন। তাঁর প্রিয় দল আর্সেনাল।
জন আব্রাহাম- বলিউডে আর এক তারকা হলেন জন আব্রাহাম। ফুটবল নিয়ে অভিনেতার একটি সিনেমাও রয়েছে। নাম ধান ধানা ধান গোল। তিনি ফুটবল খেলা দেখতে খুব ভালোবাসেন তিনি। তাঁর পছন্দের দল হল লিভারপুল ফুটবল ক্লাব।
অভিষেক বচ্চন- বলিউডের জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন। তিনি বাবার মতোই ফুটবল খেলা দেখতে ভীষণ পছন্দ করেন। তিনি চেলসি দলকে খুব সমর্থন করেন।
আলিয়া ভাট- বলিউডের জনপ্রিয় অভিনেত্রীও রণবীর ঘরণী আলিয়া ভাটকে সকলেই চেনে। তিনি কিন্তু খেলা দেখতে পছন্দ করেন। তাঁর প্রিয় খেলা ফুটবল। তিনি আর্সেনাল দলের সমর্থক।
এষা গুপ্তা- বলিউডে সুন্দরী নায়িকাদের তালিকায় নাম রয়েছে এষা গুপ্তার। তিনিও খেলা দেখতে খুব পছন্দ করেন। তিনি আর্সেনাল দলের সমর্থক।