Tap to Read ➤

অক্ষয়-টুইঙ্কলের প্রেম হার মানাবে বলিউড সিনেমার গল্পকেও

বলিউডে অক্ষয় কুমারের প্রবেশটা ছিল একদমই হঠাৎ। অন্যদিকে টুইঙ্কল খান্না সুপারস্টার রাজেশ খান্নার মেয়ে।
একটি ফ্লিম ম্যাগাজিনের শ্যুটে টুইঙ্কলকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলেন অক্ষয়৷
'ইন্টারন্যাশনাল খিলাড়ি' সিনেমার শ্যুটে গিয়ে 'খিলাড়ি' কুমার অক্ষয়ের প্রতি ভালোলাগা জন্মায় টুইঙ্কলের।
২০০০ সালে টুইঙ্কল শর্ত দিয়েছিলেন, তাঁর ছবি 'মেলা' ফ্লপ করলেই তিনি অক্ষয়কে বিয়ে করবেন৷ মেলা সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল৷
টুইঙ্কলের আগে অক্ষয়ের নাম জড়িয়েছিল রেখা, রবিনা ট্যান্ডন ও শিল্পা শেট্টির সঙ্গে।
Lorem ipsum
১৯৯৪ সালে 'মোহরা' সিনেমার শ্যুটে গিয়ে একে অপরের প্রেমে পড়েন অক্ষয়-রবিনা৷ ১৯৯৮ এ তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল।
১৭ জানুয়ারি ২০০১, মাত্র ৫০ জন অতিথি নিয়ে বিয়ে সারেন অক্ষয়-টুইঙ্কল
২০০২ সালে অক্ষয়-টুইঙ্কলের প্রথম সন্তান হয়, নাম আরভ। ২০১২ সালে দ্বিতীয় সন্তান নেন সেলেব দম্পতি৷
১৮৭০ কোটি টাকার সম্পত্তির মালিক অক্ষয়৷ ৩৪৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে টুইঙ্কলেরও।