আদানি-মাস্ক সহ বিশ্বের সবচেয়ে ধনীদের প্রথম পেশা কী ছিল জানেন?
কেউ রাতারাতি বিনিয়নিয়ার হয়ে যাননি গৌতম আদানি-এলন মাস্করা
২৪৬ বিলিয়ন ডলারের সম্পদের সঙ্গে এলন মাস্ক পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। টেসলা, স্পেস এক্সের পরে টুইটারের মালিক তিনি। ১৯৮৯-তে কানাডায় গিয়ে তিনি খামার ও কাঠের কলে কাজ শুরু করেছিলেন
আমাজনের প্রতিষ্ঠাতা, নির্বাহী চেয়ারম্যান ও সিইও হলেন জেফ বেজোস। বর্তমানে তিনি পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি, যাঁর মোট সম্পদের পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার। তাঁর প্রথম পেশা ছিল টেলিকম স্টার্টআফ সংস্থায়। বিশ্বব্যাপী তাঁকে ট্রেডিং নেটওয়ার্ক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল।
১২৯ বিলিয়ন ডলারের সম্পদের সঙ্গে বিল গেটস পৃথিবীর চতুর্থ ধনী ব্যক্তি। কলেজ ড্রপআউট হয়েও ১৯৭৫ সালে তিনি মাইক্রোসফচের প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকে তাঁর সম্পদ বৃদ্ধি
বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে পঞ্চম হলেন গৌতম আদানি। তিনি ভারতের সবচেয়ে ধনী। গৌতম আদানি ও তাঁর পরিবারের সম্পদের মূল্য ১২৫ বিলিয়ন ডলার। ১৯৭৮ সালে মহেন্দ্র ব্রাদার্সে হিরে বাছাইয়ের কাজ করতে মুম্বই যান, সেটাই ছিল তাঁর প্রথম চাকরি
১১৬ বিলিয়ন ডলারের সম্পদ সহ বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট হলে বার্কশায়া হ্যাথাওয়ের চেয়ারম্যান এবং সিইও। তিনি প্রথমে ১৯৫১-১৯৫৪ সাল পর্যন্চ বাফেট ফক অ্যান্ড কোং-এ ইনভেস্টমেন্ট সেলস পার্সন হিসেবে কাজ করেন
১০৫ বিলিয়ন ডলারের সম্পদ-সহ ভারতের দ্বিতীয় এবং বিশ্বের সপ্তম ধনী ব্যক্তি হলেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ১৯৮০ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ড্রপ আউটের পরে বাবা ধীরুভাই আম্বানির পারিবারিক ব্যবসায় যোগ দেন