For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটকৌশলী প্রশান্ত কিশোর কি লড়তে চলেছেন নির্বাচনে, স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান

ভোটকৌশলী প্রশান্ত কিশোর কি লড়তে চলেছেন নির্বাচনে, স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান

  • |
Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোর এখন মন দিয়েছেন বিহারের রাজনীতিতে। বাংলার রাজনীতিতে তিনি এখনও তৃণমূলের ভোট কৌশলী থাকলেও নিজের গড়েই তিনি বিরাজমান। জাতীয় রাজনীতিতেই তাঁকে সেভাবে দেখা যাচ্ছে না এখন। বিহারে পালাবদলের পর তিনি 'জন সুরজ যাত্রা'য় শামিল হয়েছেন। তবে কি এবার প্রশান্ত কিশোর সরাসরি রাজনীতিতে পা রাখবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ভোটকৌশলী প্রশান্ত কিশোর কি লড়তে চলেছেন নির্বাচনে, স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান

রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না। ফের একবার নিজের অবস্থান এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন তিনি। বিহারের একটি কর্মসূচিতে যোগ দিয়ে প্রশান্ত কিশোর জানিয়ে দেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি কী চান, তাও স্পষ্ট করে দেন তিনি।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি নির্বাচনে লড়াই করবেন কি না? সেই প্রশ্নের জবাবে পিকে বলেন, কেন আমি লড়াই করব, আমার তেমন কোনও ইচ্ছাই নেই। তবে তিনি জেডিইউকে নিশানা করে স্পষ্ট করে দিলেন পুরনো বিবাদ তিনি ভুলছেন না। নীতীশ কুমারের দল জেডিইউকে নিশানা করে বলেন, জেডিইউ নেতারা আমাকে তিরস্কার করতে পছন্দ করেন। আমি যেহেতু স্বাধীন পথ নিয়েছি সেটা তাঁদের পছন্দ হয়নি। তাই আমাকে নিশানা করে চলেছেন।

প্রশান্ত কিশোর এরপর নীতীশ কুমারকে নিশায়া বলেন, আমাদের রাজনৈতিক বোঝাপড়া যদি নাই থাকে, তবে দু-বছর যাবৎ তাঁর বাসভবনে আমি কি করছিলাম সেটা তাঁকে জিজ্ঞাসা করা উচিত। তাঁকে তোপ দেগে পিকে আরও বলেন, ১০ বছর আগের নীতীশ কুমারের সঙ্গে এখনকার নীতীশ কুমারের অনেক তফাৎ। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে হেরে যাওয়ায় নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এখন নীতীশ কুমার পদে থাকার জন্য, যা কিছু করতে রাজি আছেন, করছেনও তাই।

বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য নীতীশ কুমার সম্প্রতি বিজেপির সঙ্গ ছেড়ে মহাজোটে ফিরেছেন। তারপরই প্রশান্ত কিশোর আবার নীতীশ কুমারকে নিশানা করতে শুরু করেছেন। তিনি বিহারের মহাজোট সরকারের ১০ লাখ চাকরির প্রতিশ্রুতিকেও কটাক্ষ করতে ছাড়েননি।। পিকে বলেন, আমি আগে অনেকবার বলেছি, আবারও বলছি। যদি তারা প্রতিশ্রুতি পূরণ করেন, তবে আমি প্রচার করা ছেড়ে দেবো।

এর আগে একাধিকবার তাঁকে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনে লড়াই করতে চলছেন কি না বা কোনও নতুন পার্টি তিনি করতে চলেছেন কি না? তার প্রত্যুত্তরে তিনি নিজের অবস্থান অনড় থেকেছেন। তবে বিহারের ক্ষেত্রে তিনি ভালো বিকল্প হতে পারেন বলে জানিয়ছে। কিন্তু সেই ভালো বিকল্প আসলে কী, তা তিনি স্পষ্ট করেননি। নিজের অবস্থানে তিনি অনড় থেকে জানিয়েছেন তিনি নির্বাচনে লড়বেন না।

তৃণমূল কংগ্রেসের 'বাচাল নেতা’ কুণাল ঘোষ, কুরুচিকর নিশানা বিজেপির সুকান্ত মজুমদারেরতৃণমূল কংগ্রেসের 'বাচাল নেতা’ কুণাল ঘোষ, কুরুচিকর নিশানা বিজেপির সুকান্ত মজুমদারের

English summary
Vote strategist Prashant Kishor clears his stand about fight in election before 2024
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X