For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Year Ender 2022: জানেন কি এবছরে গুগল সার্চে সবচেয়ে বেশি কোন জায়গাগুলি মানুষ দেখতে চেয়েছেন?

Year Ender 2022: জানেন কি এবছরে গুগল সার্চে সবচেয়ে বেশি কোন জায়গাগুলি মানুষ দেখতে চেয়েছেন?

Google Oneindia Bengali News

করোনার দাপটে দীর্ঘ সময় ঘরবন্দি থেকেছেন মানুষ। গত ১ বছরে করোনার দাপট কমেছে। কিন্তু তার পরেই অনেকেরই তেমন বেড়ানো হয়না। অনেকেই আবার আর্থিক ভাবে কুলিয়ে উঠতে পারেননি। কেউ আবার অফিসের কাজের চাপে জর্জরিত। এরকম একাধিক কারণ রয়েছে। সশরীরে হাজির হতে না পারলেও করোনার নিউনরমালে তো সবকিছুই হচ্ছে ভার্চুয়ালি। তাই ভার্চুয়ালি পর্যটনে মন দিয়েছিলেন অনেকে। ২০২২ সালে গুগল সার্চে যে বেড়ানোর জায়গাগুলি বেশি এসেছে তার একটা তালিকা বর্ষশেষে প্রকাশ করেছে গুগল। জেনে নিন কোন কোন জায়গা মানুষ বেশি করে দেখতে েচয়েছেন।

লন্ডনের স্কাই গার্ডেন

লন্ডনের স্কাই গার্ডেন

ভার্চুয়াল পর্যটনে সবচেয়ে জনপ্রিয়তম স্থান ২০২২ সালে ছিল লন্ডনের স্কাই গার্ডেন। শহরের সর্বোচ্চ জায়গা এটি। যেখান থেকে গোটা লন্ডন শহরের ভিউ পাওয়া যায়। একেবারে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখা যায় গোটা শহরকে। আগে লন্ডনকে দেখার জন্য বিগ বেনে যেতে চাইতেন সকলে। কিন্তু স্কাই গার্ডেন তৈরি হওয়ার পর থেকে সকলেই এখন সেখানে যেতে চাইছেন। তার পরেই রয়েছে স্পেনের সেভিলের ড্য সেভিলা। তৃতীয় স্থানে রয়েছে বালির তেনালট। স্পেনের সেভিলে হচ্ছে মাশরুমের আকৃতিতে তৈরি বিশ্বের বৃহত্তম কাঠের তৈরি কাঠামো।

দ্বিতীয় জনপ্রিয় স্থান কোনটি

দ্বিতীয় জনপ্রিয় স্থান কোনটি

গুগল সার্চে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে উঠে এসেছে বালির তানা লট। বালি এমনিতেই পর্যটকদের কাছে জনপ্রিয়। তার উপরে সমুদ্রের উপরে পাথরের ক্ষয় হয়ে যে বিশেষ আকৃতি তৈরি হয়েছে সেটা দেখতে চেয়েছেন বেশি করে মানুষ। কেউ সেখানে যাওয়ার জন্য তথ্য সংগ্রহে সার্চ করেছেন গুগলে। আবার কেউ সেটা সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই গুগল সার্চ করেছেন।

চতুর্থ এবং পঞ্চম স্থানে কে

চতুর্থ এবং পঞ্চম স্থানে কে

চতুর্থস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তার হাহা ওসেন। এখানকার উপকূলের বিশেষত্বই মানুষকে আকৃষ্ট করেছে। পঞ্চম স্থানে রয়েছে পোর্তুগালের পোন্টা ডা পিয়েগা। ষষ্ঠস্থানে রয়েছে জাপানের ওসিনোর হাক্কাই। পর্তুগালের লাগোসের এই সমুদ্র অদ্ভুত সুন্দর। সমুদ্রের মাঝখানে জেগে উঠেছে পাথর খাড়ির মত তৈরি হয়েছে। আর জাপানের ওশিনো হাক্কাই আসলে একটি সুপ্ত আগ্নেয়গিরি।

সপ্তম থেকে দশম স্থানে কারা রয়েছে

সপ্তম থেকে দশম স্থানে কারা রয়েছে

গুগল সার্চে পিছিয়ে নেই, ইতালি, রোমও। সপ্তম স্থানে রয়েছে রোমের বুলেভার্ডে জিনোকোলো। অষ্টম স্থানে রয়েছে পেরুর পেট্রিন টাওয়ার। নবম স্থানে রয়েছে লিসবনের মেরাডুরো দ্য সান্টা লুজিয়া। আর দশম স্থানে রয়েছেপর্তুগাল এবং তাইওয়ানের একাধিক জায়গা। কাজেই ভার্চুয়াল পর্যটনের জনপ্রিয়তা যে বছর ভর ভালই ছিল তা গুগল সার্চের তালিকাতেই স্পষ্ট।

ফিরে দেখা ২০২২: নীরজ থেকে নিখাত গড়লেন ইতিহাস, কমনওয়েলথ গেমস ও থমাস কাপেও বাজিমাতফিরে দেখা ২০২২: নীরজ থেকে নিখাত গড়লেন ইতিহাস, কমনওয়েলথ গেমস ও থমাস কাপেও বাজিমাত

English summary
Which places people want to know in Google search
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X